Viral Video: চলন্ত সিলিং ফ্যানে জড়িয়ে বিষধর সাপ, হঠাৎ ছিটকে এল…. শ্বাস চেপে ধরে ভিডিয়ো দেখুন

Latest Viral Video: এই ভিডিয়োটি "@arabbird" নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। তারপর থেকেই ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 3 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।

Viral Video: চলন্ত সিলিং ফ্যানে জড়িয়ে বিষধর সাপ, হঠাৎ ছিটকে এল.... শ্বাস চেপে ধরে ভিডিয়ো দেখুন
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 9:15 AM

Viral Video Today: আপনি রাতে শুয়ে আছেন, আর হঠাৎ করে একটি সাপ আপনার গায়ের উপর পড়ল। ভেবেই কেমন আঁতকে উঠলেন না? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি বিশাল সাপ পাখায় জড়িয়ে রয়েছে। কিন্তু একটি লোক সেটি দেখা সত্ত্বেও পাখাটি বন্ধ করেছেন না। এমনকি সাপটিকে ফ্যান থেকে সরাতে কিছু করছেন না। বরং ভিডিয়ো করছেন। কিন্তু তিনি বুঝতে পারেননি, তার সঙ্গে এমন কিছু হতে পারে। অনেকক্ষণ সেভাবে ফ্যানে ঝপলে থাকার পরে সাপটি এমন কিছু করল, যা আপনি ভাবতেও পারবেন না। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজ়েনরা শিউরে উঠেছেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি আনন্দে টিভি দেখছেন। ফ্যানের উপর একটি সাপ জড়িয়ে আছে। এই দেখে তিনি একটুও ভয় না পেয়ে ভিডিয়ো করতে শুরু করলেন। এমনকি ফ্যানটি বন্ধও করছেন না। সাপটি ফ্যানের রডে জড়িয়ে আছে। সে নিচে নামার চেষ্টা করছে। তখন সাপটি চলন্ত পাখার ব্লেডে বেশ কয়েকবার ধাক্কা খায়। তা দেখে আপনার মনে হবে, সাপটি নিশ্চয়ই মরে যাবে। কিন্তু না, তেমন কিছুই হয় না। সাপটি কয়েক সেকেন্ডের জন্য পিছিয়ে যায় এবং তারপরে ব্লেডের মতো পিছনে ফিরে যায়। তার লোকটির গায়ে ছিকটে পড়ে। এর পর সে জোরে চিৎকার শুরু করে।

এই ভিডিয়োটি “@arabbird” নামের একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। তারপর থেকেই ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 3 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ একজন মজার ছলে লিখেছেন, “এটি হেলিকপ্টার সাপ।” আরও একজন কমেন্টে লিখেছেন, “লোকটির প্রছমেই উচিত ছিল পাখাটা বন্ধ করা।”