Viral Video: এত্ত বড় জিভ! এই তরুণীর 4 সেকেন্ডের ভিডিয়ো বারবার দেখতে চাইবেন আপনি
A Woman's Long Tongue Video: সাধারণত অনেকেই নিজের জিভটি নাকে ছোঁয়ানোর চেষ্টা করেছেন, যে জিভটি ঠিক কতটা লম্বা তা দেখার জন্য়! কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে একটি মেয়ে তার জিভটি বার করতেই তা থুতনি ছাপিয়ে নিয়ে চলে আসে।
Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন অনেক ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়, যা দেখলে চোখ কপালে ওঠার দশা হয়। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে, যাদের জিভ এত লম্বা যে, তারা দূরে বসে তাদের শিকার ধরতে পারে। অনেক প্রাণী জিভের সাহায্যে তাদের শিকারের সন্ধানও করতে পারে। সাপ, গিরগিটির মতো শত শত প্রাণীর দীর্ঘ জিহ্বা আছে। কিন্তু আপনি কি কখনও এমন মানুষ দেখেছেন, যার জিভ গিরগিটির মতো লম্বা? সাধারণত অনেকেই নিজের জিভটি নাকে ছোঁয়ানোর চেষ্টা করেছেন, যে জিভটি ঠিক কতটা লম্বা তা দেখার জন্য়! কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে একটি মেয়ে তার জিভটি বার করতেই তা থুতনি ছাপিয়ে নিয়ে চলে আসে। সাধারনত মানুষের জিভ এত লম্বা হয় যে, তারা ঠোঁটের ঠিক নিচেই বের করতে পারে, কিন্তু এই ভিডিয়োতে মহিলাকে জিভ (Woman’s Long Tongue)বের করতে দেখলে ভয় পেয়ে যাবেন। তাকে দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন আসবে, সে নারী নাকি গিরগিটি! ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় অধিকাংশ নেটিজ়েনকে অবাক করেছে।
— Viral Uncensored Tv (@uncensoredpromo) February 26, 2023
ভাইরাল ভিডিয়োতে মহিলাটিকে গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে। সে তার আঙ্গুল দিয়ে ঠোঁট সরিয়ে তারপর ভেতর থেকে জিভ বের করতে লাগল। ধীরে ধীরে বেরিয়ে আসা জিভটি দেখে আপনি চমকে উঠবেন। তারপর মহিলাটি জিভ ঘুরিয়ে ভিতরে টেনে নেয়। আপনি অবশ্যই 4 সেকেন্ডের এই ছোট ভিডিয়োটি বার-বার দেখতে থাকবেন।
অদ্ভুত এই ভিডিয়োটি টুইটার অ্যাকাউন্ট @uncensoredpromo-এ পোস্ট করা হয়েছে। সম্প্রতি এই অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যাতে একজন মহিলার লম্বা জিভ দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিয়োটি এখনও পর্যন্ত 10 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন কমেন্ট করেছেন, “বিশ্বের দীর্ঘতম জিভের রেকর্ডটি ক্যালিফোর্নিয়ার নিক স্টোইবারলের। তার জিহ্বার দৈর্ঘ্য 3.97 ইঞ্চি। কিন্তু আমি এনার জিভ দেখে আবাক হলাম।”