Viral Video: ইচ্ছার কাছে বয়স তুচ্ছ, 80 বছরে আকাশ ছুঁয়ে এসেছেন এই বৃদ্ধা

Elder Woman Paragliding Video: আপনি জানলে অবাক হবেন 80 বছর বয়সেও খুশি মনে প্যারাগ্লাইডিং করা যায়। এইটুকু আর বলার অপেক্ষা থাকে না যে ভিডিয়োটি আপনার মনের জোর বাড়াবে।

Viral Video: ইচ্ছার কাছে বয়স তুচ্ছ, 80 বছরে আকাশ ছুঁয়ে এসেছেন এই বৃদ্ধা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 10:38 AM

Latest Viral Video: ভয়কে জয় করতে জানলে জীবনে সব সম্ভব। শুধু ভয় নয়, এমন অনেক মানুষ আছেন যাঁরা মনে করেন বয়স হয়ে গেলে আর জীবন কিছু করা যায় না। তাহলে আপনি জানলে অবাক হবেন 80 বছর বয়সেও খুশি মনে প্যারাগ্লাইডিং (Paragliding) করা যায়। এইটুকু আর বলার অপেক্ষা থাকে না যে ভিডিয়োটি (Video) আপনার মনের জোর বাড়াবে। ক্লিপটি তাঁর নাতনি শেয়ার করেছে। তিনি বলেন, তার দিদা সাত বছর আগে মারা গিয়েছেন, কিন্তু তার ফোনের গ্যালারিতে এই ক্লিপটি পাওয়া গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি (Viral Video) নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

View this post on Instagram

A post shared by Celina Moses (@celinamoses)

ভাইরাল এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেলিনা মোসেস নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এই ছোট ক্লিপটিতে, সেলিনার 80 বছর বয়সী দিদাকে প্যারাগ্লাইডিং করতে দেখা যায়। তিনি একেবারে নির্ভীকভাবে এবং সাহসী হয়ে প্যারাগ্লাইডিং করেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। এছাড়া প্যারাগ্লাইডিং-এর সময় শাড়ি পরেছিলেন বৃদ্ধা। দুর্ভাগ্যবশত, সাত বছর আগে সেলিনার দিদা মারা যান। তিনি তার ফোনের গ্যালারিতে এই সুন্দর ভিডিয়োটি দেখার সঙ্গে-সঙ্গে এটি শেয়ার করেন। এই শেয়ার করা ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, “বয়স একটি সংখ্যা মাত্র এবং আমার দিদা এটি প্রমাণ করতে হয়েছিল। আমার দিদা 80 বছর বয়সে এটি করেছিলেন। অনেকদিন পর এই ভিডিয়োটি আমার গ্যালারিতে পেলাম এবং এটা শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারিনি। এখন তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন 7 বছর আগে। কিন্তু আমরা তোমাকে মিস করি, ভালবাসি।”

ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর এক মিলিয়ন ভিউ হয়েছে। আর 3 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এভাবেই জীবনকে উদযাপন করতে হয়। তিনি প্রমান করেছেন, নিজের জীবনটাকে কতটা সুন্দর করে বাঁচা যায়!”