Viral Video: সোশ্যাল মিডিয়া মানুষকে কীভাবে বিভ্রান্ত করতে পারে, দেখাল এই ভিডিয়ো, এখন খুব ভাইরাল
Viral Video Today: টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দুটি বাচ্চার কীর্তিকলাপ নজরে এসেছে। আর তা দেখার পর নেটপাড়ার লোকজনের মন্তব্য, "সোশ্যাল মিডিয়া বলেই দুটো বাচ্চা ছেলে আমাদের বোকা বানিয়ে চলে গেল!"
রাতদিন সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজে বসে রয়েছি আমরা। অনেকেই বলে থাকেন, সোশ্যাল মিডিয়ার অনেক কিছু বিভ্রান্তিকর। টেরও পাই কখনও কখনও। কেউ কেই তো আবার প্রমাণই করে দেন, সোশ্যাল মিডিয়ার অনেক কিছুই বিভ্রান্তিকর। কিন্তু, তারপরেও আমরা তাতে বুঁদ। সম্প্রতি তানসু ইয়েগেন নামের এক উদ্যোগপতি সেই কথাটাই তুলে ধরলেন একটি ভিডিয়ো শেয়ার করে। টুইটারে ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দুটি বাচ্চার কীর্তিকলাপ নজরে এসেছে। আর তা দেখার পর নেটপাড়ার লোকজনের মন্তব্য, “সোশ্যাল মিডিয়া বলেই দুটো বাচ্চা ছেলে আমাদের বোকা বানিয়ে চলে গেল!”
কী এমন রয়েছে সেই ভিডিয়োতে? দেখা গিয়েছে, একটি প্লাস্টিকের বোতল কেটে তার অর্ধেক অংশে জল ভরা রয়েছে। তার বেশ কিছুটা দূর থেকে একটি বাচ্চা ছেলে ওই কন্টেনারে একের পর এক ঢিল ছুঁড়ে যাচ্ছে। খটকা লাগার সেই শুরু। একবার দেখার পর আপনি ভাবতে থাকবেন, এত দূর থেকে একটা বাচ্চা ছেলে কীভাবে ঢিল ছুঁড়ছে, যেগুলির সবই ওই কন্টেনারে পড়ছে। বেশ কিছু দূরত্ব থেকেই সে ঢিলগুলি ছুঁড়ছে। আর তার প্রতিটাই পড়ছে ওই জল ভর্তি কন্টেনারে। একটাও মিস নেই।
Social media videos might be misleading the level of the talent? pic.twitter.com/Lv9ivtMeOg
— Tansu YEĞEN (@TansuYegen) January 1, 2023
ও বাবা, পরক্ষণেই আর এক কাণ্ড। ক্যামেরা যখন জ়ুম আউট করছে, তখন বোঝা গেল আসল কাণ্ড। দেখা গেল, কন্টেনারের ঠিক সামনেই রয়েছে আর একটি ছেলে। সে-ই আসলে ওই জল ভর্তি কন্টেনারে ঢিলগুলি ফেলছিল। এদিকে তার বন্ধু দূর থেকে কেবলই ঢিল ছোড়ার ভান করছিল। আসলে ক্যামেরার অ্যাঙ্গেলেই এই কারসাজিটি করা হয়েছে। ঠিক যেন ইলিউশনের মতো। ভিডিয়োর প্রথম অংশটুকু দেখলে মনে হবে যেন, দূর থেকেই বাচ্চাটি নিশানা ঠিক করে কন্টেনারে ঢিলগুলি ছুঁড়ছিল।
গত 1 জানুয়ারি এই ভিডিয়ো টুইটারে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত প্রায় 4.3 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটির। লাইক ও কমেন্টের একপ্রকার বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োতে।
কমেন্ট সেকশনে একজন লিখছেন, “ভিডিয়োটা জ়ুম আউট করার আগেই আমি বুঝে গিয়েছিলাম, সামনে থেকে কেউ অফ-ক্যামেরা ঢিলগুলিকে ওই কন্টেনারে ফেলছিল।” আর একজন যোগ করলেন, “এক্কেবারে ঠিক কথা বলেছেন। সোশ্যাল মিডিয়া যে কেবল প্রতিভা খুঁজে আনে এমনটা নয়। চোখের সামনে দেখা বাস্তবটার জন্যও দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে পারে।” তৃতীয় জন যোগ করলেন, “ভবিষ্যতে এদের মুভি প্রোডাকশনে প্রভূত সম্ভাবনা রয়েছে।”