Viral Video: মালাবদল নিয়ে মঞ্চে বর ও কনের মধ্যে যুদ্ধপরিস্থিতি, কী কাণ্ডটাই না ঘটল দেখুন একবার

Viral Video Today: আসলে মালাবদলের সময় বর এমনই লম্ফঝম্প করছিলেন, তাতে কনের পক্ষে তাঁর গলায় মালা পরানো সত্যিই মুশকিলের কাজ হয়ে গিয়েছে। তারপরই শুরু হয়ে যায় দুজনের মধ্যে ঝগড়া। অনেক চেষ্টার পরে শেষমেশ বরই প্রথম কনের গলায় মালা পরাতে সক্ষম হন।

Viral Video: মালাবদল নিয়ে মঞ্চে বর ও কনের মধ্যে যুদ্ধপরিস্থিতি, কী কাণ্ডটাই না ঘটল দেখুন একবার
বর ও কনের মধ্যে মালাবদল নিয়ে মারপিট।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 8:07 PM

Latest Viral Video: ভারতীয় বিয়ে মানে তার ব্যাপারই আলাদা। জাঁকজমকতায় ভারতীয় বিয়ের অনুষ্ঠানগুলি হার মানাতে পারে বিশ্বের যে কোনও প্রান্তের বিয়ের অনুষ্ঠানকে। কিন্তু শুধুই কি ভারতীয় বিবাহ অনুষ্ঠানের জাঁকজমকতা, তার বেশি আর কিসসু না? এদেশের বিয়ের অনুষ্ঠানগুলির রীতিনীতি, আচার-অনুষ্ঠান তা কোন অংশে কম যায়? হ্যাঁ, ভারতবর্ষের যে প্রান্তেরই বিবাহ অনুষ্ঠান হোক না কেন, তার আচার-অনুষ্ঠান বোধহয় এই বিশ্বের কোনও প্রান্তে আর নেই! সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মালাবদলের সময় বর ও কনের মধ্যে যেন যুদ্ধপরিস্থিতি বেঁধে গিয়েছে।

ভাইরাল ভিডিয়োতে বর ও কনেকে তাঁদের হাত মালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বিবাহ অনুষ্ঠান দুজনে তখন দাঁড়িয়ে রয়েছেন মালাবদল করবেন বলে। তারপরই শুরু হল একে অপরকে মালা পরানোর প্রক্রিয়াটি। কিন্তু বিয়ের মণ্ডপে এভাবে কে কার গলার মালা পরায়? ভিডিয়ো দেখলে আপনি অবাক হতে পারেন বর ও কনের মালাবদলের মুহূর্তটি দেখলে।

আসলে মালাবদলের সময় বর এমনই লম্ফঝম্প করছিলেন, তাতে কনের পক্ষে তাঁর গলায় মালা পরানো সত্যিই মুশকিলের কাজ হয়ে গিয়েছে। তারপরই শুরু হয়ে যায় দুজনের মধ্যে ঝগড়া। অনেক চেষ্টার পরে শেষমেশ বরই প্রথম কনের গলায় মালা পরাতে সক্ষম হন।

ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Bridal lehenga নামক একটি হ্যান্ডেল থেকে। খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ লাখ-লাখ হয়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা মালাবদল হচ্ছে নাকি অন্যকিছু?’ প্রায় 15 হাজারেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। নেটিজ়েনরা নানা মজাদার মন্তব্য করেছেন। একজন লিখলেন, ‘খুব মজার ঘটনা।’ আর একজন যোগ করলেন, ‘বিয়েটাকে সার্কাস বানিয়ে ছাড়লেন।’