Viral Video: বিয়ের মণ্ডপে পুরুতের মন্ত্র শুনে ঘুমিয়ে গেল কনে, তারপর এক ধাক্কা…
Bride Falls Asleep During Marriage: বিয়ের মন্ডপে একেবারে ঘুমিয়েই পড়লেন কনে? একদিকে পুরোহিত মন্ত্র পড়ছেন, আর অন্য়দিকে ঘুমের জগতে কনে। এমনও হতে পারে পুরোহিত মন্ত্র শুনেই ঘুমিয়ে পড়েছেন। কনেকে ঘুমতে দেখে বর এমন কিছু করলেন, যা দেখলে আপনি হেসে উঠবেন।
Latest Viral Video: বিয়ের অনেক ভিডিয়োই সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। বর্তমানে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা বেশ অন্য়রকম। আপনি কি কখনও দেখেছেন, কনে (Bride) বিয়ে চলাকালীন ঘুমিয়ে পড়েছে? এটা মানতেই হবে, বিয়ের অনুষ্ঠান মানেই বেশ কয়েকদিন ধরে তার প্রস্তুতি চলতে থাকা। বাড়ির লোকের সঙ্গে সঙ্গে বর-কনেরও রাতের ঘুম উড়ে যায়। আর তারপর তো বিয়ের দিন ভোর থেকেই শুরু হয়ে যায় অনেক রকম নিয়ম। অনেক নববধূরও তো সারাদিন উপোস করে থাকেন। সারা দিনের শেষে বর বা কনে, দু’জনেই ক্লান্ত হয়ে পড়েন। তা বলে, বিয়ের মন্ডপে একেবারে ঘুমিয়েই পড়লেন কনে? একদিকে পুরোহিত মন্ত্র পড়ছেন, আর অন্য়দিকে ঘুমের জগতে কনে। এমনও হতে পারে পুরোহিত মন্ত্র শুনেই ঘুমিয়ে পড়েছেন। কনেকে ঘুমতে দেখে বর এমন কিছু করলেন, যা দেখলে আপনি হেসে উঠবেন। ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনদের।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন যে, পুরোহিত একটি মণ্ডপে মন্ত্র পাঠ করছেন এবং বর-কনে মণ্ডপে বসে আছেন। নববধূ লাল লেহেঙ্গা পরেছেন। কিন্তু আপনার প্রথমেই যেদিকে চোখ যাবে, তা হল কনে দিব্য়ি ঘুমোচ্ছেন। আর ওখানে উপস্থিত কোনও ব্য়ক্তি সেটির ভিডিয়ো করেছেন। কনে যে ঘুমোচ্ছে, তা বর প্রথমে খেয়াল করেননি। যখনই বরের নজর তার দিকে যায়, সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে দেয়। আর জেগে যেতেই কনে হেসে ওঠে।
ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকেই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 4.6 লাখেরও বেশি মানুষ লাইক করেছেন এবং কোটি কোটি মানুষ এটি দেখেছেন। অনেকে মজার মজার কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “নববধূকে দেখেই মনে হচ্ছে সে খুব ক্লান্ত।” আরও একজন লিখেছেন, “লেহেঙ্গা, ভারী গয়না পরে সারাদিন জেগে বিয়ের সময় ঘুমিয়ে পড়াটা খুব একটা বড় ব্য়াপার না।”