Viral Video: মা তো মা-ই হয়! চোখের আড়াল হওয়া শাবককে ধমক দিয়ে চড় কষিয়ে দিল মা বিড়াল
Latest Viral Video: এই ভিডিয়োটি একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রায় 3 লাখ ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যবহারকারী বলেছেন, "মা এমনই হয়। সে মানুষ হোক বা পশু। সব ক্ষেত্রেই এক।"
Viral Video Today: কোনও না কোনও ভিডিয়ো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে। কিন্তু যখনই কোনও পশু-পাখির ভিডিয়ো ভাইরাল হয়, তখনই বেশিরভাগ মানুষ তা পছন্দ করে। তেমনই একটি মিষ্টি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি বিড়াল তার সন্তানকে শাসন করছে। ছোট বিড়াল ছানাটি হারিয়ে গিয়েছিল। আর তার মা খুঁজতে খঁজতে হয়রান হয়ে গিয়ে, অবশেষে যখন সন্তানের দেখা পেল, তখন এমন কিছু করল, যা আপনি ভাবতেও পারবেন না। শেয়ার করার পর থেকে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিড়ালছানাটি কোথাও হারিয়ে গিয়েছে। তার মা হিসেবে বিড়ালটি তার ছানাতে খুঁজতে ব্যস্ত। মা বিড়ালটি তাকে সর্বত্র খুঁজতে শুরু করে। সব জায়গায় খোঁজাখুঁজি করতে গিয়ে এক জায়গায় তার সন্তানের দেখা পায়। সন্তানকে দেখে বিড়ালটি ঠিক মানুষের মতোই আচরন করে। তাকে দেখতে পেয়েই সপাটে একটা চড় মারে। ছোট ছানাটিকে যেন ওভাবেই সে বুঝিয়ে দিন, সে এদিক ওদিক চলে গিয়ে ভুল করেছে। আপনি কখনও কোনও বিড়ালকে এমন আচরন করতে দেখেছেন?
बिल्ली का बच्चा गुम हो गया था, जब मिला तो पहले डांटा फिर थप्पड़ रसीद किया और पकड़कर घर ले गई ?
माँ तो मां होती है हर रंग व नस्ल में एक जैसी ?♥️♥️♥️ pic.twitter.com/JOFMNvWmRv
— Noor_Alam_Talha (@noor_alam22) June 18, 2023
এই ভিডিয়োটি একজন টুইটার ব্যবহারকারী পোস্ট করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রায় 3 লাখ ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যবহারকারী বলেছেন, “মা এমনই হয়। সে মানুষ হোক বা পশু। সব ক্ষেত্রেই এক।” অপর একজন ব্যবহারকারী বলেছেন, “ছোটবেলায় আমাদেরও এভাবে খুঁজে পাওয়া যেত না। কিন্তু যখন মা খুঁজে পেত এমনই করতো।” আরও এক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “আমি ভিডিয়োটি দেখে অবাক হলাম। ওদের মধ্যেও মানুষের মতোই সব কিছুর অনুভুতি আছে। শুধু কথা বলতে পারে না। এটাই তফাৎ।”