Viral Video: বাইক চালাচ্ছেন প্রেমিক, ট্যাঙ্কে বসে রোম্যান্স প্রেমিকার; লুকিয়ে দেখুন ভিডিয়ো
Latest Viral Video: ভাইরাল হওয়ার পর এডিসিপি ট্রাফিক জানিয়েছেন, ছেলে বা মেয়ে কেউই হেলমেট পরে ছিল না। সিটিভি ফুটেজের ভিডিয়োতে এই দু'জনকে খোঁজা হচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেছেন।
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। যুবক, যুবতীদের বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিয়োই চোখে পড়ছে। কখনও দিল্লী মেট্রোয় চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে। আবার কখনও রাস্তায় বাইক চালাতে চালাতে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জাতীয় সরকে হাই স্পিডে বাইক চালাতে চালাতে একে অপরকে চুম্বন করছে। কিন্তু মেয়েটি বাইকে এমনভাবে বসে আছে, যে আপনি দেখলে অবাক হবেন। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কত কী-ই না করছে। তারা যেভাবে বাইকে যাচ্ছে, এমনকি ছেলেটি যেভাবে বাইক চালাচ্ছে, তাতে যে কোনও মুহূর্তে বড় কোনও বিপদ ঘটতে পারে।
ভিডিয়োটি গাজিয়াবাদের। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে-9-এ রাত 12:30 নাগাদ একটি বাইকের ট্যাঙ্কে বসে আছে। আর ছেলেটির দিকে মুখ করে বসে আছে জড়িয়ে ধরে। আর ওইভাবেই ছেলেটি বাইকটি চালাচ্ছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দু’জনের কারোরই মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ছেলেটি টি-শার্ট পরে বাইক চালাচ্ছে আর মেয়েটা ছেলেটার দিকে মুখ করে বসে আছে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ জানিয়েছে, “এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
#गाजियाबाद में आशिक मिजाज बाइक सवार की वीडियो हुई वायरल इंदिरापुरम के NH 9 का बताया जा रहा है ।
वो कहते है ना – “हम तो मरेंगे सनम तुम्हे साथ लेके मरेंगे ” पर नियम कानून ताक पर रख के ही सफर करेंगे ।@Gzbtrafficpol @uptrafficpolice @sacchayugnews pic.twitter.com/xPmSgzbfmO
— Akash Kumar (@Akashkchoudhary) June 20, 2023
ভাইরাল হওয়ার পর এডিসিপি ট্রাফিক জানিয়েছেন, ছেলে বা মেয়ে কেউই হেলমেট পরে ছিল না। সিটিভি ফুটেজের ভিডিয়োতে এই দু’জনকে খোঁজা হচ্ছে। ভিডিয়োটি ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন,” ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন অনেক অপরাধ করছে।” আরও একজন কমেন্টে লিখেছেন, “এরা নিজেদের জীবনের তোয়াক্কা করে না। কিন্তু এদের জন্য অন্যরা বিপদে পড়ে। পুলিশের উচিত এদের শাস্তি দেওয়া।”