Viral Video: কেদারনাথ মন্দিরে শিবলিঙ্গের উপর টাকা ছড়াচ্ছেন মহিলা, ‘ডান্স বার ভেবেছেন?’ প্রশ্ন নেটিজ়েনদের

Viral Video Today: সে সময় গর্ভগৃহের ভিতরে ভক্তরা প্রার্থনা করছিলেন। ঠিক তখনই সাদা শাড়ি পরিহিত ওই মহিলা পুরোহিতের পাশে দাঁড়িয়েই শিবলিঙ্গের উপরে বেমক্কা টাকা ছড়াতে লাগলেন। মহিলার এহেন অসম্মানজনক আচরণের জন্য সমাজের বিভিন্ন স্তরে তীব্র সমালোচিত হয়েছেন।

Viral Video: কেদারনাথ মন্দিরে শিবলিঙ্গের উপর টাকা ছড়াচ্ছেন মহিলা, 'ডান্স বার ভেবেছেন?' প্রশ্ন নেটিজ়েনদের
ক্ষোভে ফুঁসছেন নেটিজ়েনরা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 11:50 AM

Latest Viral Video: কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple) গর্ভগৃহের অভ্যন্তরের একটি ভিডিয়ো ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিয়োতে এক মহিলাকে আপত্তিকর অঙ্গভঙ্গিমায় পবিত্র শিবলিঙ্গের (Shivling) উপরে টাকা (Currency Notes) ছড়াতে দেখা গিয়েছে। ঠিক যেন নোটের বর্ষণ, যেমনটা আমরা কোনও ডান্সবারে দেখে থাকি। এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে এবং নেটিজ়েনরা তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন। সে সময় গর্ভগৃহের ভিতরে ভক্তরা প্রার্থনা করছিলেন। ঠিক তখনই সাদা শাড়ি পরিহিত ওই মহিলা পুরোহিতের পাশে দাঁড়িয়েই শিবলিঙ্গের উপরে বেমক্কা টাকা ছড়াতে লাগলেন। মহিলার এহেন অসম্মানজনক আচরণের জন্য সমাজের বিভিন্ন স্তরে তীব্র সমালোচিত হয়েছেন। মন্দির কমিটি ওই মহিলার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে দ্বারস্থ হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।

গত সোমবার মন্দিরের প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকা বদ্রী কেদার মন্দির কমিটি (BKTC) সোনপ্রয়াগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতিমধ্যেই আইপিসি ধারায় একটি মামলাও নথিভুক্ত করেছে এবং সেই মোতাবেক তদন্তও শুরু হয়ে গিয়েছে। BKTC চেয়ারম্যান অজেন্দ্র অজয় বলেছেন, রবিবার যে মহিলার এই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে, তার বিরুদ্ধে কমিটিকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। তিনি আরও যোগ করে বলেছেন, কমিটি কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চেয়ে ভিডিয়োর তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মহিলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে BKTC পুলিশের কাছে অভিযোগটি দায়ের করেছে।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার কাছে অজেন্দ্র অজয় বলেছেন, “আমরা ডিএম এবং এসপির সঙ্গেও কথা বলেছি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলছি।” এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা ক্ষোভে ফুঁসছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন বলেছেন, ‘ছিঃ! অসভ্যতামির একটা সীমা থাকা দরকার। মনে হচ্ছে উনি যেন ডান্স বারে এসে নোট ছড়িয়ে দিচ্ছেন।’ আর একজনের বক্তব্য, ‘পুরোহিতটাকে দেখে আমার বেশি রাগ হচ্ছে। উনি হাঁ করে কী দেখছিলেন?’

উত্তরাখণ্ড পুলিশের তরফেও এই ভিডিয়োটি টুইট করা হয়েছে। তারা জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগও নথিভুক্ত করা হয়েছে। এদিকে মন্দির চত্বরে ফটোগ্রাফি এবং ভিডিয়োগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু তারপরেও কীভাবে সেখানে এমন ন্যক্কারজনক ভিডিয়ো উঠল, তার তদন্তও করা হবে বলে জানিয়েছে পুলিশ।