শাড়ি-ধুতি পরে স্কেটিং! ইনস্টাগ্রামে ভাইরাল প্রবাসী ভারতীয় দম্পতি, দেখুন ভিডিয়ো

শাড়ি আর ধুতি পরে স্কি করার সময় দিব্যা আর মধু যে বেশ রোমাঞ্চ উপভোগ করেছেন তা স্পষ্ট।

শাড়ি-ধুতি পরে স্কেটিং! ইনস্টাগ্রামে ভাইরাল প্রবাসী ভারতীয় দম্পতি, দেখুন ভিডিয়ো
ইতিমধ্যেই শাড়ি-ধুতি পরে দম্পতির স্কি করার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 12:48 PM

শাড়ি আর ধুতি পরে স্কেটিং করছেন এক প্রবাসী ভারতীয় দম্পতি। তাঁদের দেখে মনে হচ্ছে অসুবিধের কোনও বালাই নেই। বরং বেশ উপভোগ করছেন তাঁরা। সদ্যই ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। জানা গিয়েছে, আমেরিকার মিনেসোটায় একটি গ্রাম রয়েছে যার নাম Welch। স্কি করার জন্য বরফাবৃত এই গ্রাম বরাবরই জনপ্রিয়। সেখানেই শাড়ি আর ধুতি পরে স্কি করছেন দিব্যা এবং মধু।

View this post on Instagram

A post shared by ?ivya ?aiya (@divyamaiya)

এমন অভিনব ভাবনা, আর ওই দম্পতির জমিয়ে উপভোগের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিব্যা। ভিডিয়ো শেয়ার করে দিব্যা লিখেছেন, “আমরা একটু পাগলামি করতে চেয়েছিলাম।” শাড়ি আর ধুতি পরে স্কি করার সময় দিব্যা আর মধু যে বেশ রোমাঞ্চ উপভোগ করেছেন তা স্পষ্ট।

View this post on Instagram

A post shared by ?ivya ?aiya (@divyamaiya)

ইনস্টাগ্রামের ভিডিয়োতে দেখা গিয়েছে, টার্কওয়াইজ ব্লু রঙের একটা শাড়ি পরেছেন দিব্যা। আর মধুর পরনে রয়েছে স্ত্রীর শাড়ির রঙের সঙ্গে ম্যাচিং করা শার্ট আর সাদা ধুতি। হাতে গ্লাভস, মাথায় স্কি টূপি-স্পেশ্যাল গ্লাস। শাড়ি আর ধুতি পরার ধরণ দেখে মনে হচ্ছে এই দম্পতি আসলে দক্ষিণী। ভিডিয়োতে দেখা গিয়েছে, নিজেদের স্কি গিয়ারের উপর দাঁড়িয়ে রয়েছেন দিব্যা আর মধু। তার কয়েক সেকেন্ড পরই দেখা গিয়েছে স্কি শুরু করেছেন ওই দম্পতি। বরফে ঢাকা পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে স্কি করতে দেখা গিয়েছে স্বামী-স্ত্রীকে।

ইতিমধ্যেই শাড়ি-ধুতি পরে দম্পতির স্কি করার এই ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। ১৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিয়ো। ভিডিয়ো দেখেছেন ৩ লক্ষ ২৭ হাজার মানুষ। দম্পতির এমন অভিনব উদ্যোগ দেখে খুশি হয়েছেন নেটিজেনদের অনেকেই। কেউ বলেছেন, “মজা করতে গিয়েও নিজেদের ঐতিহ্য ভোলেননি এই দম্পতি। বরং নিজেদের অ্যাডভেঞ্চারে সামিল করেছেন সাবেকি পোশাক।” নেটাগরিকদের প্রায় সকলেই পছন্দ করেছেন এই ভিডিয়ো। তাঁরা লিখেছেন, “সুন্দর মুহূর্ত। মন ছুঁয়ে গেল।” অনেকে আবার বলেছেন, “শাড়ি এবং ধুতি পরেও দিব্যা আর মধু যে দারুণ ভাবে গোটা ব্যাপারটা সামলেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়।”