গ্রামের মেঠো পথে ‘মাদার ইন্ডিয়া’-র গানে নাচ কিশোরীর, মুগ্ধ মাধুরী দীক্ষিত
'মাদার ইন্ডিয়া' ছবির গানে নাচ করেছে ওই কিশোরী।
ভারতের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে অনেক প্রতিভা। আমাদের দেশ প্রসঙ্গে এ প্রবাদ যে ধ্রুব সত্য তা ফের একবার প্রমাণিত হয়েছে। সদ্যই একটী ভিডিয়ো টুইট করেছেন মাধুরী দীক্ষিত। যেখানে নাচতে দেখা গিয়েছে এক কিশোরীকে। আর তাঁর নাচে মুগ্ধ হয়েছেন মাধুরী। বলিউডের যেসব অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচেও তুখোড়, সেই তালিকায় মাধুরী দীক্ষিতের নাম বোধহয় শীর্ষেই থাকবে। সিলভার স্ক্রিনের সেই ‘ড্যান্সিং কুইন’ যখন এই কিশোরীর নাচে মুগ্ধ হয়েছেন, তখন কিছু যে বিশেষত্ব আছে তা স্পষ্ট।
लाजवाब, वाह! She is dancing so beautifully. There is so much talent waiting to be discovered. https://t.co/HZYFwVbj88
— Madhuri Dixit Nene (@MadhuriDixit) February 8, 2021
১৯৫৭ সালে রিলিজ হয়েছিল বিখ্যাত সিনেমা ‘মাদার ইন্ডিয়া’। সেই ছবিরই গান “Ghooghat nahin kholoon saiya tore aage”। আর এই গানেই নেচেছেন ওই কিশোরী। গ্রামের মেঠো পথ থেকে চাষের জমি, সর্বত্রই নেচে বেরিয়েছে ওই কিশোরী। ২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিয়ো দেখলে চোখের পলক ফেলা মুশকিল। নিখুঁত নাচের ভঙ্গি, অনবদ্য অভিব্যক্তিতেই বাজিমাত করেছে ওই কিশোরী। নিজের নাচে সে এতই মগ্ন ছিল যে, আশেপাশের জমিতে কাজ করা বয়স্ক মহিলারা যখন তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিল, সেটাও খেয়াল করেনি ওই কিশোরী। আপনমনে নেচে গিয়েছে সে।
টুইটারে প্রথমে এই ভিডিয়ো শেয়ার করেছে রাগগিরি (Raaggiri) নামের একটি সংস্থা। জানা গিয়েছে, এই সংস্থা মূলত, ক্লাসিক্যাল মিউজিক বা রাগাশ্রয়ী ধ্রূপদী সঙ্গীতের বিভিন্ন ভিডিয়ো শেয়ার করে। তাদের ভিডিয়োই শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রী ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “লাজবাব! বাহ! কী সুন্দর করে নাচছে এই কিশোরী। অনেক প্রতিভা এখনও অপেক্ষা করছে যাদের আবিষ্কার করা বাকি আছে।”
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই কিশোরীর নাচ। প্রায় ১০০-র বেশি রিটুইট হয়েছে এই ভিডিয়ো। চার হাজারের বেশি লোক দেখেছেন এই কিশোরীর নাচ। যদিও এই ভিডিয়ো কোথায় তোলা হয়েছে, কিশোরী কোথাকার বাসিন্দা, কার কাছেই বা এমন সুন্দর নাচ শিখেছে সে, সেই ব্যাপারে বিশেষ কিছু তথ্য জানা যায়নি এখনও।