Viral Video: মাহিন্দ্রা স্করপিও থামল দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে, রাস্তার গাছ চুরি করে নিয়ে গেল যুগলে
Viral Video Today: বড় অদ্ভুত কারণেই গাড়ি থামিয়েছিলেন তাঁরা। শুনবেন কি সেই কারণ? রাস্তার ধারের গাছপালা চুরি করছিলেন তাঁরা। তবে তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি যে, যে কাণ্ডটা ঘটাচ্ছেন তা সিসিটিভিতে ধরা পড়ছে। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল।
Latest Viral Video: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে দিয়ে মাহিন্দ্রা স্করপিও নিয়ে যাচ্ছিলেন যুগলে। হঠাৎই তাঁদের গাড়ি থামে রাজস্থানের দৌসা এলাকার আভানারী এলাকার কাছে। বড় অদ্ভুত কারণেই গাড়ি থামিয়েছিলেন তাঁরা। শুনবেন কি সেই কারণ? রাস্তার ধারের গাছপালা চুরি করছিলেন তাঁরা। তবে তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি যে, যে কাণ্ডটা ঘটাচ্ছেন তা সিসিটিভিতে ধরা পড়ছে। আর সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল।
দ্য ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া বান্দিকুই পুলিশ স্টেশনে জানিয়েছে, ঘটনাটি গত 29 জুলাই বিকেল 5টা 36 মিনিট নাগাদ ঘটে। ভিডিয়োতে যুগলকে দেখা গিয়েছে, গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়েতে কয়েকটি গাছ তুলে তাঁদের এসইউভিতে রাখতে।
তবে এই প্রথম বার যে এমনতর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনটা নয়। চলতি বছরের শুরুতেই গুরুগ্রামের ঠিক এরকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিয়োও বেশ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, শঙ্কর চকে G20 ইভেন্টে কাজে লাগানো হবে এমন কিছু গাছ চুরি করেছিল দুই যুবক।
Video of a couple stealing plants placed alongside Delhi-Mumbai Expressway goes viral on social media.
Watch: https://t.co/QoIN1kI3SK pic.twitter.com/pprZvNyQek
— editorji (@editorji) August 2, 2023
সে বারে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল, দুই যুবকের একজন টব-সমেত ফুলগাছ তুলে তা তাদের বিলাসবহুল গাড়িতে রাখছে। সেই এলাকাতেই দেখা যাচ্ছে আরও কিছু সুন্দর, রং-বেরঙের ফুলের গাছ। আর ঠিক সেখানেই রয়েছে G20 সামিটের বিজ্ঞাপনের একটি পোস্টার।
দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে এই মুহূর্তে ভারতের সর্ববৃহৎ, যার দৈর্ঘ্য 1,386 কিলোমিটার। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের অংশ হিসেবেই 246 কিলোমিটার এলাকাজুড়ে দিল্লি-দৌসা-লালসট সেকশনের উদ্বোধন করেছিলেন।