Viral Video: বোতল থেকে সরাসরি ফ্রুট জুস খাচ্ছেন? পেটে শ্যাওলা ঢুকছে না তো? ভিডিয়োটা দেখুন…
Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মহিলা প্যাকেট থেকে গ্লাসে ফলের রস ঢালছেন। প্যাকেটটি থেকে প্রথমে পরিষ্কার ফলের রস বেরোলেও পরবর্তীতে সেখান থেকে আস্তে আস্তে সবুজ শ্যাওলা বের হতে থাকে। প্যাকেটে ভরপুর রস, কিন্তু তার ভিতরের অংশটা পচে গিয়েছে।
Latest Viral Video: মার্কেটিংয়ের জমানা এখন, যুগ এখন প্যাকেজিংয়ের। একটা প্রডাক্ট আপনি যত ভাল করে প্যাকেজিং করতে পারবেন, ততই বেশি বিক্রি হবে এবং পণ্যটিও আখেরে বিপণনে সাফল্য অর্জন করবে। সবাই কিনতেও চায়। আগে একটা সময় ছিল, যখন মানুষ বাড়িতেই ফলের জুস তৈরি করে খেতেন। কিন্তু আজ আর সেই দিন নেই। এখন মানুষ বাইরে দোকানে গিয়ে ফলের জুস খান। কেউ কেউ আবার প্যাকেটের ফ্রুট জুস খান। সেই তাঁরা, যাঁরা প্যাকেটের রেডিমেড ফ্রুট জুস খান, তাঁদের এবার একটু সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে।
রেডিমেড এই প্যাকেটের জুস যাঁরা খান, তাঁদের বেশি কসরত করতে হয় না। জাস্ট প্যাকেটের ঢাকনা খুললেই হয়ে গেল। একাধিক ব্র্যান্ডের প্যাকেটের ফলের রস পাওয়া যায়। তবে প্রত্যেক ব্র্যান্ডের ক্ষেত্রেই বিষয়টা প্রায় এক। সরাসরি বোতল বা সেই প্যাকেট থেকেই পান করতে হয় জুস। কেউ একদিন সেই জুসের প্যাকেটের সমস্তটা শেষ করতে পারেন না। ফ্রিজে রেখে দিন। সেখান থেকে সরাসরি গ্লাসে ঢেলে তাঁরা সেই ফলের রস পান করেন।
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে এই ধরনের প্যাকেটজাত ফলের রসের বাস্তবতা প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি মহিলা প্যাকেট থেকে গ্লাসে ফলের রস ঢালছেন। প্যাকেটটি থেকে প্রথমে পরিষ্কার ফলের রস বেরোলেও পরবর্তীতে সেখান থেকে আস্তে আস্তে সবুজ শ্যাওলা বের হতে থাকে। প্যাকেটে ভরপুর রস, কিন্তু তার ভিতরের অংশটা পচে গিয়েছে। অর্থাৎ আপনি যখন প্রথমের অংশটা বের করবেন, তখন দেখবেন তা ঠিকই আছে। বাকিটা বের করলেই তা থেকে ময়লা বের হতে থাকছে।
neetuguptaoffical নামক একটি হ্যান্ডেল থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি। লাখ লাখ মানুষ এই ভিডিয়ো দেখেছেন। অনেকেই ভিডিয়োটি দেখার পরে বলেছেন, এই জুস আসলে স্লো পয়জ়নের প্রমাণ। কখনই পান করা উচিত নয় বলে দাবি করেছেন অনেকে। কেউ আবার লিখেছেন, এই ফ্রুট জুসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই, প্যাকেট থেকে সরাসরি জুস পান করবেন না। তা সবসময়ই আপনার গ্লাসে ঢেলে তারপর তা পান করবেন।