Viral Video: বাইকের সামনের চাকা তুলে দিয়ে ভয়ঙ্কর স্টান্ট দেখালেন এই মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো

Viral Video Today: বাইক চালাতে-চালাতে হঠাৎই তিনি সামনের চাকাটা উপরে তুলে দিলেন। তারপর কিছুক্ষণ তিনি এক চাকাতেই বাইক চালিয়ে গেলেন। এমনকি, স্টান্ট দেখানোর সময় তিনি চলমান বাইকেই লাফ পর্যন্ত মারেন! অত্যন্ত পারদর্শিতার সঙ্গে তিনি তাঁর স্টান্ট শো প্রদর্শন করে গেলেন।

Viral Video: বাইকের সামনের চাকা তুলে দিয়ে ভয়ঙ্কর স্টান্ট দেখালেন এই মহিলা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিয়ো
ভয়ঙ্কর বাইক স্টান্ট দেখালেন মহিলা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2023 | 6:48 PM

Latest Viral Video: বাইক স্টান্ট যেমন রোমাঞ্চকর তেমনই আবার ভীতিপ্রদর্শকও বটে। স্টান্ট দেখানোর সময় একটু এদিক থেকে ওদিক হলেই বিরাট বিপদ! এত বড় বিপদ যে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। দক্ষ পেশাদাররা ডেয়ার-ডেভিল স্টান্টগুলি দেখানোর সময় লোকজন হতবাক হয়ে যান। কিন্তু তা বলে তো আর যে কেউ স্টান্ট দেখাতে পারেন না। মনে রাখতে হবে, স্টান্টম্যানদের উৎসর্গ, দীর্ঘ সময়ের অনুশীলন এবং সর্বোপরি আত্মবিশ্বাসই তাঁদের দুর্ধর্ষ সব স্টান্ট দেখাতে সাহায্য করে। সবথেকে বড় কথা হল স্টান্ট দেখানোর টাইমিং। সোশ্যাল মিডিয়ায় পুরুষদের বাইক স্টান্ট দেখানোর ভিডিয়ো প্রায়শই আমাদের নজরে আসে। মহিলারা কি বাইক স্টান্ট দেখাতে পারেন না?

স্টান্ট নারীরাও দেখান। পুরুষদের থেকে সংখ্যাটা একটু কম হলেও তাঁরা স্টান্ট দেখান। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে এক মহিলা অসামান্য কায়দায় স্টান্ট দেখিয়েছেন। সেই ভিডিয়ো দেখলে আপনার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেতে পারে।

রাত্রিবেলা তিনি রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছিলেন স্টান্ট দেখাতে। বাইক চালাতে-চালাতে হঠাৎই তিনি সামনের চাকাটা উপরে তুলে দিলেন। তারপর কিছুক্ষণ তিনি এক চাকাতেই বাইক চালিয়ে গেলেন। এমনকি, স্টান্ট দেখানোর সময় তিনি চলমান বাইকেই লাফ পর্যন্ত মারেন! অত্যন্ত পারদর্শিতার সঙ্গে তিনি তাঁর স্টান্ট শো প্রদর্শন করে গেলেন।

টুইটারে হসনা জরুরি হ্যয় নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 110.1K ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেন পুরুষরাই সব মজা করবে!’

তবে মাথায় রাখতে হবে, পেশাদার ও প্রশিক্ষিতরাই এক ধরনের বিশেষ গিয়ার ব্যবহার করে এই ধরনের বিপজ্জনক স্টান্ট দেখাতে পারেন। সাধারণ মানুষ কোনও প্রশিক্ষণ ছাড়া এই ধরনের বিপজ্জনক স্টান্ট দেখাতে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে।