Viral Video: স্টেশনে বসে একসঙ্গে নাচাচ্ছে 5 ফুটবল, প্রতিভার জোরেই ভাইরাল এই যুবক

Latest Viral Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিয়োটি। তারপর থেকেই ক্রমশ ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট পড়েছে। অনেকে শেয়ারও করেছেন ভিডিয়োটি। আর লাইকের সংখ্য ক্রমাগত বেড়েই চলেছে।

Viral Video: স্টেশনে বসে একসঙ্গে নাচাচ্ছে 5 ফুটবল, প্রতিভার জোরেই ভাইরাল এই যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:51 AM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের অনেক প্রতিভাই সামনে আসে। প্রায় প্রতিদিনই কোনও বা কোনও ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে অধিকাংশ নেটিজেনের চোখ কপালে ওঠে। আবার এমনও এনেক ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে, এক যুবক এক সঙ্গে 5টি বল হাতে, পায়ে, মুখে ব্যালেন্স করছে। তাও আবার ভিড় রেল স্টেশনে বসে। তার এই জাগলিং করার প্রতিভা দেখে হতবাক সেখানে উপস্থিত অধিকাংশ মানুষ। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেলওয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে আছেন এক যুবক। বল নিয়ে জাগলিং করার কৌশল দেখাচ্ছেন তিনি। তাকে একবারে পাঁচটি বল জাগলিং করতে দেখা যাচ্ছে। একের পর এক বল তুলে নিয়ে অনায়াসেই রাখছে পায়ের উপর। কখনও মুখে আবার কখনও হাতে। যুবকটি তার দুই পায়ে দু’টি বল ব্যালেন্স করছে। তৃতীয় বলটি তার মুখে ধরে এবং তার জন্য একটি কলমের ব্যবহার করছেন। চতুর্থ এবং পঞ্চম বলটি উভয় হাতে ধরে রয়েছেন। যুবকের এই কীর্তি দেখতে স্টেশনে ভিড় জমে গিয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিয়োটি। তারপর থেকেই ক্রমশ ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট পড়েছে। অনেকে শেয়ারও করেছেন ভিডিয়োটি। আর লাইকের সংখ্য ক্রমাগত বেড়েই চলেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “সোশ্যাল মিডিয়ার জন্য কত কিছুই দেখতে পাওয়া যায়। আর এই ধরনের সব প্রতিভা উঠে আসে সবার সামনে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখে অবাক হলাম। এভাবে জাগলিং করতে আমি আগে খুব কমই দেখেছি।”