Viral Video: একটা পা নেই, ক্রাচ নিয়েই চলছে সংগ্রামের চাকা! মাথায় করে ইট বয়ে গড়ছেন মানুষের বাড়ি
Viral Video Today: সংগ্রাম যে কাকে বলে, এই ভিডিয়োর পরতে পরতে তা বুঝতে পারবেন। ব্যক্তির একটা পা নেই। ক্রাচ নিয়ে হাঁটাচলা করেন। কিন্তু নিজের অক্ষমতার জন্য কি পরিবারকে অভুক্ত অবস্থায় রাখবেন? জীবিকা নির্বাহের জন্য তিনি ওই এক পা নিয়েই সংগ্রাম করে চলেছেন।
Latest Viral Video: জীবন সমস্যাপূর্ণ। জীবনের প্রতিটা ক্ষেত্রেই রয়েছে সমস্যা। আমরা সামান্যতম সমস্যার সম্মুখীন হলে অভিযোগ করি। ভুলে যাই, সমস্যাই যাঁদের জীবন, তাঁরা কী অবস্থায় রয়েছেন। অভিযোগ প্রায় আমাদের সকলেরই থাকি। এমনকি, যে মানুষটা জীবনে সবথেকে সুখী, তাঁরও অভিযোগ রয়েছে। কিন্তু আমরা ভুলে যাই, যে জীবন নিয়ে আমাদের এত অভিযোগ, সেই জীবনই কারও কাছে স্বপ্ন। কেউ আইফোনের জন্য কাঁদেন, কারও কান্না আবার খিদের জ্বালায়। কেউ স্কুলে যাবে না বলে কাঁদে, কেউ আবার স্কুলে যাওয়ার সুযোগ পায় না বলে কাঁদে। জীবন সবার জন্য এক নয়, আমাদের কাছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখলে সেই কথাটাই যেন আপনার মনে হবে।
সংগ্রাম যে কাকে বলে, এই ভিডিয়োর পরতে পরতে তা বুঝতে পারবেন। ব্যক্তির একটা পা নেই। ক্রাচ নিয়ে হাঁটাচলা করেন। কিন্তু নিজের অক্ষমতার জন্য কি পরিবারকে অভুক্ত অবস্থায় রাখবেন? জীবিকা নির্বাহের জন্য তিনি ওই এক পা নিয়েই সংগ্রাম করে চলেছেন। ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে, এক পা আর সঙ্গে ক্রাচ নিয়ে তিনি একটি মালবাহী গাড়ি টানছেন।
Some people committed su!cide but some ready to face the challenges in life ???? May God Blessed you brother?? #TamannaahBhatia #KiaraAdvani #LustStories2OnNetflix #UniformCivilCode pic.twitter.com/lAOmjgFh2o
— lydiaapynz✡♏☮⚕☦✝ (@ludiaapynz) June 30, 2023
পা নেই তো কী হয়েছে। লড়াই করার মতো মানসিক জোর রয়েছে তাঁর মধ্যে। আর তা নিয়েই তিনি দৌড়ে চলেছে, ক্রাচ নিয়েই শ্রমিকের কাজ করে চলেছেন। প্রতিটা পদক্ষেপে আমাদের বুঝিয়ে দিয়েছেন, কাজ করতেই হবে। কাজ করার ক্ষেত্রে যাবতীয় বাধা-বিঘ্নতা, অজুহাত কাটিয়ে আখেরে কাজ করার মানসিকতাটাই যেন এই মানুষটি আমাদের চোখে আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন।
@ludiaapynz নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিছু মানুষ আত্মহত্যা করেন, কিন্তু কেউ কেউ জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। ঈশ্বর আপনার মঙ্গল করুক ভাই।’ ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 110.1K ছাপিয়ে গিয়েছে। টুইটার ব্যবহারকারীরা এই লড়াকু মানুষটার প্রশংসায় পঞ্চমুখ।