Viral: বছরভর অনলাইনে ক্লাস করে গ্র্যাজুয়েট সুকি! জানুন পোষ্য ও মালিকের কাণ্ড

Cat: নিয়মিত ক্লাস করে গ্র্যাজুয়েট হল সুকি নামক একটি বিড়াল। এমন ঘটনা এর আগে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও ঘটেছে ঠিকই এমনই।

Viral: বছরভর অনলাইনে ক্লাস করে গ্র্যাজুয়েট সুকি! জানুন পোষ্য ও মালিকের কাণ্ড
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2022 | 8:00 AM

একটা অ্যাকাডেমিক বছর শেষ। বছরভর নিয়মিত ক্লাস করে গ্র্যাজুয়েট হল সুকি। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পড়ুয়াকে দেওয়া হচ্ছে সাম্মানিকও। কী ভাবছেন, এটা নতুন কী? নতুনত্ব নয়, রয়েছে চমক। কারণ নিয়মিত ক্লাস করে গ্র্যাজুয়েট হল সুকি নামক একটি বিড়াল। এমন ঘটনা এর আগে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও ঘটেছে ঠিকই এমনই।

আমেরিকার অস্টিনের বাসিন্দা ফ্রান্সেসকা বোরদিয়র। তাঁর পোষা বিড়াল হল সুকি। করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ থেকে অফিসের যাবতীয় কাজ সম্পন্ন হচ্ছিল অনলাইনে। ফ্রান্সেসকাকেও গ্র্যাজুয়েশনের পড়াশোনা চালিয়ে যেতে হয় অনলাইনে। নিয়মিত অনলাইন ক্লাস করতেন ফ্রান্সেসকা। সেই সময় জুম কলে তাঁর সঙ্গে বসে ক্লাস করতেন সুকিও। মন দিয়ে শুনতেন সব পড়াশোনা। এমনকী ফ্রান্সেসকার থেকেও পড়াশোনায় বেশি মনযোগী সুকি। তাই গ্র্যাজুয়েশনের দিন কি করে সুকিকে ভোলা যায়!

দেখুন সুকির গ্র্যাজুয়েট হওয়ার সেই ভাইরাল দৃশ্য,

এই বিষয়টি জানাজানি হতেই ফ্রান্সেসকার বিশ্ববিদ্যালয় তথা আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সুকিকে স্নাতক সম্মান দেওয়ার। নিয়ম মেনে শেষ অবধি ফ্রান্সেসকার সঙ্গে সুকিকেও দেওয়া হল স্নাতক সাম্মানিক। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও ফ্রান্সেসকার সঙ্গে উপস্থিত ছিল সুকিও। বাকি পড়ুয়াদের মতো সুকিও পরেছিল কালো গাউন আর কালো চৌকো টুপি। গ্রুপ ফটো থেকেও বাদ পড়েনি সুকি।

সুকির মালিক ফ্রান্সেসকা জানিয়েছেন, তিনি যে ক’টি অনক্লাসে অংশ নিয়েছেন সবগুলোতেই উপস্থিত ছিল সঙ্গে সুসি। সুতরাং, দেখতে গেলে দু’জনই টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে। ফ্রান্সেসকা বলেন, যদিও সুকি কোনও স্নাতক ডিগ্রি পাননি, তবে গ্র্যাজুয়েশনের প্রতিটি পর্যায়ে তাঁর পাশে ছিল সুকি। তাই সুকি হল ‘স্পেশ্যাল গ্র্যাজুয়েট’।

এই ছবিটি সুকির মালিক ফ্রান্সেসকা তাঁর ইনস্টা প্রোফাইল থেকে শেয়ার করেছেন। এই ছবিটি ইতিমধ্যেই নেটিজেনরা পছন্দ করেছেন। যদিও এমন মিষ্টি একটি বিষয় কে না ভালবাসবে বলুন তো!