Viral Video: খাওয়ার কথা ভুলেও ভাববেন না! এটা পরোটা না লোহা, ধরতে পারবেন না…

Hostel Food viral Video: সোশ্য়াল মিডিয়ার দুনিয়ায় তো সব কিছুই চোখে পড়ে। বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি পরোটাকে দেখলে আপনার পাপড় ভাজা বলে ভুল হতে পারে। শুধুই তাই নয়, কিছুক্ষন পর আপনার মনে হবে পরোটাটির অবস্থা তার থেকেও খারাপ।

Viral Video: খাওয়ার কথা ভুলেও ভাববেন না! এটা পরোটা না লোহা, ধরতে পারবেন না...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 1:49 PM

Latest Viral Video: হোস্টেল মানেই মায়ের হাতের রান্না ছেড়ে একের পর এক দিন কাটানো। মা-বাবারাও সন্তানদের হোস্টেলে পাঠান শুধু এই ভেবে, যাতে তাদের পড়া-লেখায় কোনও সমস্যা না হয়। তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারে। তবে খাওয়া-দাওয়ার ঝামেলা চিরকাল রয়েই গেল। হোস্টেলের (Hostel) খাবার (Food) আর হাসপাতালের খাবার প্রায় একই স্বাদের হয়। খুব কম মানুষই বোধয় বলতে পারবেন যে, তাদের হোস্টেল জীবন খুব সুস্বাদু খাবার খেয়ে কেটেছে। কিন্তু খাবার খাওয়া যাবে না, এমন কথা খুব একটা শোনা যায় না। তবে সোশ্য়াল মিডিয়ার দুনিয়ায় তো সব কিছুই চোখে পড়ে। বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একটি পরোটাকে (Paratha) দেখলে আপনার পাপড় ভাজা বলে ভুল হতে পারে। শুধুই তাই নয়, কিছুক্ষন পর আপনার মনে হবে পরোটাটির অবস্থা তার থেকেও খারাপ। তা বলে লোহার মতো শক্ত পরোটা? ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় (Social Media) অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে হোস্টেলে খাবার খেতে এসেছে। কিন্তু হাতে পরোটা নিতেই সে অবাক। সেই পরোটা এতই শক্ত যে, তা ছেঁড়া তো দূরের কথা, ভাঙাও যাচ্ছে না। এমনকি পরোটাটি টেবিলে ধাক্কা দিয়ে ভাঙ্গার চেষ্টা করেও তা ভাঙছে না। এ যেন সত্যিই লোহা।

এই ভিডিয়োটি @thecontentedge নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা আছে, “হোস্টেল কা খানা”। মাত্র 11 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 30 হাজারেরও বেশি ভিউ হয়েছে। 700-রও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই পরোটা কি গত রাতের নাকি দুদিন আগের?” এর উত্তরে মেয়েটি বলেছে, “এটা তো সকালের নাস্তা, এক ঘণ্টা আগে তৈরি করা হয়েছে।” একইভাবে আরেক ব্যবহারকারী মজা করে লিখেছেন, ‘”এই পরোটা আগে দুই দিন জলে ভিজিয়ে রাখুন, তারপর খাবেন।”