Optical Illusion: কাঠবেড়ালিদের ভিড় চাপা পড়ে গিয়েছে পাঁচটা গাজর, খুঁজে বের করতে পারবেন?

Latest Optical Illusion: এই যে ছবিটা আপনি এখানে দেখছেন, এখানে কেবলই কাঠবেড়ালিদের দেখছেন নিশ্চয়। ঠিকই দেখছেন। তবে শুধু কাঠবেড়ালি নয়। এই ছবিতে কাঠবেড়ালিদের ভিড়েই চাপা পড়ে গিয়েছে পাঁচটি গাজর। সেগুলিকেই আপনাকে খুঁজে বের করতে হবে।

Optical Illusion: কাঠবেড়ালিদের ভিড় চাপা পড়ে গিয়েছে পাঁচটা গাজর, খুঁজে বের করতে পারবেন?
খুব ভাল করে খুঁটিয়ে ছবিটা দেখুন একবার।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2023 | 10:48 AM

অনেকক্ষণ ঝিম হয়ে থাকা মাথাটা একটু খাটানোর সবথেকে ভাল উপায় হল অপ্টিক্যাল ইলিউশন। এই ধরনের ছবির ধাঁধাগুলি মূলত তিন ধরনের হয়— আক্ষরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয়। অপ্টিক্যাল ইলিউশনগুলি এন্টারটেনিং হওয়ার পাশাপাশি অ্যাকাডেমিক গবেষণার জন্যও চমৎকার একটি উৎস। মস্তিষ্ক কীভাবে কাজ করে তা আরও ভালভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা অপ্টিক্যাল ইলিউশনের সাহায্য নিয়ে থাকেন।

গত এক দশকে অপ্টিক্যাল ইলিউশন ইন্টারনেটের হটকেক হিসেবে অবতীর্ণ হয়েছে। আর তার কারণ একটাই। জনসাধারণের ইন্টারনেটের পিছনে অতিবাহিত করার সময় বেড়েছে। আর অপ্টিক্যাল ইলিউশন এমনই এক জিনিস, যা মানুষকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতে পারে। তার থেকেও বড় কথা পর্যবেক্ষণ দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও অপ্টিক্যাল ইলিউশনের জুড়ি মেলা ভার। আমরা ফের এমন একটা অপ্টিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি, যা আপনার পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা নেবে।

এই যে ছবিটা আপনি এখানে দেখছেন, এখানে কেবলই কাঠবেড়ালিদের দেখছেন নিশ্চয়। ঠিকই দেখছেন। তবে শুধু কাঠবেড়ালি নয়। এই ছবিতে কাঠবেড়ালিদের ভিড়েই চাপা পড়ে গিয়েছে পাঁচটি গাজর। হ্যাঁ, আমরা জানি যে কাঠবেড়ালির রং এবং গাজরের রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কিন্তু আপনার যদি নিখুঁত পর্যবেক্ষণ ক্ষমতা থাকে, তাহলে কাঠবেড়ালিগুলিকে খুঁজে পেতে আপনাকে খুব একটা কসরত করতে হবে না। আর যদি বলি, 11 সেকেন্ডের মধ্যে এই ছবি থেকে আপনাকে কাঠবেড়ালি খুঁজে বের করতে হবে। তাহলে কী করবেন? জলদি করুন…

একটা গাজর দেখতে পাননি? নাকি কেবলই দুটো গাজর দেখতে পেয়েছেন? অনেকে হয়তো পাঁচটা গাজরই দেখতে পাবেন ছবিটি থেকে। আর যাঁরা এখনও পর্যন্ত একটাও গাজর দেখতে পাননি, তাঁদের জন্য নীচের ছবিটা রইল।

Optical Illusion Carrot Squirrel

এবার বুঝতে পারলেন তো, কোথায় ছিল ওই গাজরগুলো।