Viral Video: কান্না নাকি চোখ জ্বালা? হাতির চোখ কচলানোর ভিডিয়ো দেখে নেটপাড়ায় প্রশ্ন
সে ভিডিয়ো কারও কাছে মজাদার মনে হতে পারে, আবার কারও কাছে দুঃখেরও মনে হতে পারে। কারণ, একটি হাতিকে অপ্রত্যাশিত কার্যকলাপ করতে দেখা গিয়েছে। হঠাৎই দেখা গেল শুঁড়ে করে চোখ কচলাচ্ছে সে। কেন চোখ কচলানো? কান্নার কারণে, নাকি চোখটা হঠাৎই জ্বালা করে উঠেছিল। সেই নিয়েই নেটপাড়ার লোকজন একপ্রকার ধন্দ্বে রয়েছেন।
হাতি বিরাট প্রাণী। প্রখর বুদ্ধিমত্তা তার। মাহিমান্বিত প্রাণী মানুষের হৃদয় মোহিত করতে ওস্তাদ। আবার সেই মানুষই ভুল করলে তাকে সামান্য ডরায়ও। সেই হাতিকে কি কখনও আপনি কাঁদতে দেখেছেন? নাকি কখনও তাকে চোখ কচলাতে দেখেছেন? এই ইন্টারনেট তো সেই সব ভিডিয়োর সম্ভার, যেখানে অসম্ভব জিনিসপত্রকেও আমরা চোখের সামনে সম্ভব হতেই দেখি। সেরকমই একটা ভিডিয়ো ফের নেট নাগরিকদের নজর কাড়ল।
এক্স প্ল্যাটফর্মে Buitengebieden নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সে ভিডিয়ো কারও কাছে মজাদার মনে হতে পারে, আবার কারও কাছে দুঃখেরও মনে হতে পারে। কারণ, একটি হাতিকে অপ্রত্যাশিত কার্যকলাপ করতে দেখা গিয়েছে। হঠাৎই দেখা গেল শুঁড়ে করে চোখ কচলাচ্ছে সে। কেন চোখ কচলানো? কান্নার কারণে, নাকি চোখটা হঠাৎই জ্বালা করে উঠেছিল। সেই নিয়েই নেটপাড়ার লোকজন একপ্রকার ধন্দ্বে রয়েছেন।
How an elephant rubs its eye.. pic.twitter.com/pbyoOzU2DO
— Buitengebieden (@buitengebieden) January 6, 2024
ভিডিয়োর ক্যাপশনে লেখা গয়েছে, “কীভাবে একটি হাতি তার চোখ ঘষে, নিজের চোখেই দেখুন…” 7 জানুয়ারি ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 3.3 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। নানাবিধ কমেন্টের তরঙ্গ উঠেছে একপ্রকার। হাতির এহেন চতুরতায় বিস্মিত হয়েছেন অনেকেই।
একজন লিখলেন, “আমার দেখা পশুদের অন্যতম সেরা একটা ভিডিয়ো।” আর একজন বলেছেন, “হাতিরা হয়তো অনেক সময়েই এমনটা করে থাকে। এবারে ক্যামেরার সামনেই চোখ কচলাতে দেখা গেল, যা আমি, আপনি, আমরা সবাই দেখে অবাক হচ্ছি।”