Viral Video: শাড়ি পরিহিত নারী; স্কুটারের পিছন থেকে চালক স্বামীর দিকে এগিয়ে দিচ্ছেন সিগারেটের সুখটান!
Viral Video Today: একটি স্কুটারে তিনজন রয়েছেন- স্বামী, স্ত্রী (Wife) ও তাঁদের সন্তান। তাঁদের কারও মাথাতেই হেলমেট নেই। স্কুটারটি চালাচ্ছেন স্বামী (Husband), সামনে বসে রয়েছে তাঁদের সন্তান। মহিলাকে দেখা গেল, সিগারেট (Cigarette) ধরিয়ে চালক বরের উদ্দেশ্যে একটা করে সুখটান এগিয়ে দিচ্ছেন।
Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়ায় যে কত ভিন্ন ধরনের ভিডিয়ো রয়েছে, তা খুব ভাল করে জানেন নেটিজ়েনরা। তাই, তাঁরা সারাদিন একটার পর একটা রিলস দেখে চলেছেন ইনস্টাগ্রামে। মানুষের মজাদার কার্যকলাপ থেকে জঙ্গলের পশুদের গতিবিধ, সবকিছুই দেখা যায় এই ইন্টারনেটে। সেরকমই একটি ইনস্টা রিলস সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি স্কুটারে তিনজন রয়েছেন- স্বামী, স্ত্রী (Wife) ও তাঁদের সন্তান। তাঁদের কারও মাথাতেই হেলমেট নেই। স্কুটারটি চালাচ্ছেন স্বামী (Husband), সামনে বসে রয়েছে তাঁদের সন্তান। মহিলাকে দেখা গেল, সিগারেট (Cigarette) ধরিয়ে চালক বরের উদ্দেশ্যে একটা করে সুখটান এগিয়ে দিচ্ছেন। এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের চক্ষু চড়কবৃক্ষে উঠেছে।
ওই স্কুটারের পিছনে একটি গাড়ি থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে। সেখানে দেখা গেল, এক ব্যক্তি স্কুটার চালাচ্ছেন। তাঁর স্কুটারের সামনে রয়েছে সন্তান এবং পিছনে তাঁর স্ত্রী বসে রয়েছেন। স্কুটারটি কিছুটা যেতেই দেখা গেল, মহিলা তাঁর হাত বরের মুখের দিকে এগিয়ে সিগারেটের সুখটান দিতে তাঁকে সাহায্য করছেন। তাঁদের তিনজনের কারও মাথাতেই হেলমেট নেই। চালককে দেখা গিয়েছে একটি টুপি পরে স্কুটার চালাতে। খুব সম্ভবত তাঁরা কোনও অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। আর তা ধরা পড়েছে, তাঁদের সাজগোজ দেখেই।
View this post on Instagram
ইনস্টাগ্রামে funny_sandip নামক একটি পেজ থেকে এই রিলস ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “যিনি বানিয়েছেন ক্রেডিট তাঁর।” লক্ষাধিক মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ভাইরাল পোস্টটিতে নানাবিধ মজাদার মন্তব্য করেছেন ইনস্টা ব্যবহারকারীরা।
একজন লিখেছেন, “এ বছরের সেরা স্ত্রীয়ের পুরস্কার পাবেন ইনি।” আর একজন লিখছেন, “ট্রু লভ তো একেই বলে!” তৃতীয় জন যোগ করে বলছেন, “সাধারণত স্ত্রীয়েরা স্বামীদের বারণ করে। কিন্তু এখানে তো পুরো উল্টো দেখলাম।”