Viral Video: শিক্ষিকার ছড়ির বাড়ি খেতে IPS-IAS অফিসাররা স্মৃতির সরণি হেঁটে ফিরলেন ছোট্টবেলার স্কুলে

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, IAS, IPS অফিসাররা তাঁদের স্কুলে (School) ফিরে এসেছেন স্রেফ একবার সেই পাথরের মতো কঠোর ম্যাডামের (Teacher) কাছ থেকে ছড়ির বাড়ির খেতে। আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছে সেই ভিডিয়ো।

Viral Video: শিক্ষিকার ছড়ির বাড়ি খেতে IPS-IAS অফিসাররা স্মৃতির সরণি হেঁটে ফিরলেন ছোট্টবেলার স্কুলে
আপনারও একবার স্কুলে যেতে ইচ্ছে করবে!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 12:48 PM

Latest Viral Video: এ জীবন গেলে ফিরে আসে না আবার! স্কুলজীবন তো তেমনই একটা জীবন। যে জীবনে বন্ধুদের সঙ্গে লড়ালড়ি, শিক্ষক-শিক্ষিকার ছড়ির বাড়ি খাওয়ার পরেও রোজ ছুটে যেতে ইচ্ছে করে। সে তো তেমনই এক জীবন, যেখানে প্রতিদিন ক্লাস বাঙ্ক করে সিনেমা দেখা, সাঁতার কাটার পর আবারও সেখানেই ফিরে আসতে হয়। এ তো সেই জীবন, যেখান থেকে একবার বেরিয়ে আসার পর বাকি জীবনটা কেটে যেতে পারে স্কুলের দিনগুলোর স্মৃতি আঁকড়ে ধরেই। IAS, IPS বা ফিল্মস্টার— সে আপনি যত বড় স্টারই হোন না কেন, স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছে আপনি সে দিনের সেই ছোট্টটা, বন্ধুর কাছে সেই হাসির খোরাক! স্কুলজীবন যে মানুষের জীবনে কতটা মূল্যবাণ হতে পারে, ফেসবুকের একটা ভিডিয়ো তা চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দিল। ভিডিয়োতে দেখা গেল, IAS, IPS অফিসাররা তাঁদের স্কুলে (School) ফিরে এসেছেন সেই পাথরের মতো কঠোর ম্যাডামের (Teacher) কাছ থেকে একবার অন্তত ছড়ির বাড়ির খেতে। আসমুদ্র হিমাচলের মন জয় করে নিয়েছে সেই ভিডিয়ো।

ফেসবুকে অর্কিড লাইফস্টাইল নামের একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। পরবর্তীতে তা ইউটিউব, টুইটার-সহ আরও বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। দক্ষিণ ভারতের কোনও এক স্কুলের ভিডিয়ো হবে এটি। আর তা বোঝা গিয়েছে, সেখানে আগত প্রাক্তন ছাত্রদের পোশাক দেখে। মাত্র 38 সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু তার যে কী বিরাট প্রভাব, তা বলে বোঝানোর নয়। এ ভিডিয়ো দেখার পর আপনারও একবার মনে হবে স্কুলে একবার ঘুরে আসি। সে আপনি যে প্রান্তেই থাকুন না কেন, আপনার প্রিয় স্যর বা ম্যাডামের জন্য একবার মনকেমন করে উঠবে!

ছোট্ট ক্লিপটিতে দেখা গেল, ধুতি পরিহিত এক ব্যক্তি হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পাশেই হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বয়স্ক এক মহিলা। আলতো করে ছড়ির বাড়ি ওই ব্যক্তির হাতে মারলেন বয়স্ক মহিলা। জানা গেল, ওই ব্যক্তি এখন IPS অফিসার। আর মহিলা তাঁরই স্কুলের শিক্ষিকা। ছোট্টবেলার সেই ছেলেটা আজ IPS, খুব জোরে কি আর তাঁকে এখন বেত্রাঘাত করা যায়! শিক্ষিকা যেই তাঁর হাতে একবার ছড়ির বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে তিনি হাসতে হাসতে প্রণাম করে নিলেন একসময় স্কুলের দাপুটে ম্যাডামকে। তারপর ওই স্কুলের আরও একজন প্রাক্তন এসে ম্যাডামের কাছে আবারও মার খেয়ে গেলেন! আবেগতাড়িত হয়ে ছলছল চোখে তিনিও ছুঁলেন ম্যাডামের পা। স্কুলের আরও সব স্যরেরা সেখানে রয়েছেন, কারও বয়স হয়েছে, কেউ আবার হয়তো নতুন জয়েন করেছেন। সেখানে অনেক প্রাক্তনীই এসেছেন।


গত 30 মার্চ ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করা হয়। তার ক্যাপশনে লেখা হয়েছে, “স্যালুট, টিচার! তাঁরা সকলেই IAS, IFS, IPS IRS অফিসার। দেখা করতে এসেছেন এক সময়ে তাঁদের স্কুলের সবথেকে কঠোর শিক্ষিকার সঙ্গে। শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে বন্ধনের একটি স্মরণীয় এবং হৃদয়স্পর্শী মুহূর্ত!!” 12 মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটির। লাইক পড়েছে 7 লক্ষেরও বেশি। 7.7K কমেন্ট পড়েছে ভিডিয়োতে। যাঁরাই এই ভিডিয়ো দেখেছেন, তাঁরাই ফিরে গিয়েছেন নিজেদের স্কুলজীবনে। কেউ স্কুলের প্রিয়বন্ধুকে ট্যাগ করে স্কুলের কড়া স্যরের কাছ থেকে ছড়ির বাড়ি খাওয়ার কথা বলেছেন। কেউ আবার সরাসরিই যে স্যরকে সবথেকে বেশি মিস করেন, তাঁকে ট্যাগ করে দিয়েছেন।