Viral Video: খাবার নিয়ে উটপাখির ডেরায় ভিডিয়ো বানাতে গেলেন যুবক, তারপর সে এক কাণ্ড…

Ostriches Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি লোক চিড়িয়াখানায় পাখিদের খাওয়াতে গিয়েছিল। কিন্তু সেই সময় কয়েকটি উটপাখি এসে তার হাত থেকে খাবার ছিনিয়ে নিল। তারপর এমন কাজ করল, যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।

Viral Video: খাবার নিয়ে উটপাখির ডেরায় ভিডিয়ো বানাতে গেলেন যুবক, তারপর সে এক কাণ্ড...
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 7:45 AM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতিদিন পশু-পাখিদের কিছু না কিছু ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। তারমধ্য়ে এমন অনেক ভিডিয়ো আছে, যেগুলি দেখলে চোখ কপালে উঠে যায়। আপনি নিশ্চয়ই কখনও চিড়িয়াখানায় গিয়েছেন। আর সেখানে গিয়ে পশু পাখিদের নিজের হাতে খাইয়েছেন। সেই মুহূ্র্তে অনেক মজার মজার ঘটনার সম্মুক্ষীনও হয়েছেন। আবার কখনও বাড়ির এলাকায় হনুমান এলে, তাকেও আদর করে খাওয়াতে গিয়েছেন। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি লোক চিড়িয়াখানায় (Zoo) পাখিদের খাওয়াতে গিয়েছিল। কিন্তু সেই সময় কয়েকটি উটপাখি (Ostrich) এসে তার হাত থেকে খাবার ছিনিয়ে নিল। তারপর এমন কাজ করল, যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন ব্যক্তি চিড়িয়াখানায় পাখিদের খাওয়াতে এসেছেন। তাঁর হাতে পাখিদের খাওয়ানোর জন্য বীজ আছে এবং তিনি গাড়িতে বসে আছেন। তাঁর গাড়ির জানলা খোলা। এদিকে কিছু উটপাখি খাবার দেখে লোভ সামলাতে পারল না। সোজা গাড়ির জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দিল। গাড়ির ভেতরে মুখ ঢুকিয়ে খাওয়া শুরু করল। ব্যক্তিটি সম্ভবত একটি ভিডিয়ো করতে চেয়েছিলেন। কিন্তু বুঝতে পারেননি, তার সঙ্গে এমন কিছু ঘটতে পারে।

View this post on Instagram

A post shared by FailArmy (@failarmy)

এই সজার ভিডিয়োটি #FailArmy নামে এক ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। আর পোস্ট করার পর থেকেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 18 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। আর অনেকেই মজার মজার কমেন্টও করেছেন। কেউ মজার ছলে লিখেছেন, ” পার্কে গিয়েই ওনার প্রথমেই উচির ছিল উটপাখিদের বলে দেওয়া যে, তিনি ভিডিয়ো করতে চান। তাহলেই ওরা ওমন করত না।”