Viral Video: চিড়িয়াখানায় ঘুরতে আসা ব্যক্তিকে সপাটে চড় মারল ক্যাঙ্গারু, আদৌ বাঁচলেন তিনি?
Latest Viral Video: চিড়িয়াখানার এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। কেউ বলেছেন,"ক্যাঙ্গারুটা লোকটিকে ছাড়তে নারাজ।"
Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দু’টি প্রাণীকে মারামারি করতে দেখা যায়। এ ধরনের ঘটনা খুবই সাধারণ। কিন্তু কখনও কোনও মানুষ আর ক্যাঙ্গারুর মধ্যে ঝামেলা দেখেছেন? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ক্যাঙ্গারুকে একটি লোকের সঙ্গে মারামারি করতে দেখা যাচ্ছে। দু’জনের মধ্যে হাতাহাতির ভিডিয়োটি রেকর্ড করেন অন্য এক ব্যক্তি। ভাইরাল এই ভিডিয়োটি অস্ট্রেলিয়ার চিড়িয়াখানার। যে ব্যক্তি ক্যাঙ্গারুর সঙ্গে লড়াই করছেন, তিনি আমেরিকার একজন পর্যটক। চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন। আর তারপরেই তার সঙ্গে ঘটে গেল এমন ঘটনা। আর সেই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ক্যাঙ্গারু এবং আমেরিকান পর্যটকের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলার পিছনে ক্যাঙ্গারু শুয়ে আছে। পাশ দিয়ে যাওয়া লোকটি ক্যাঙ্গারুটিকে থামাল, এর পরে ক্যাঙ্গারুটি মহিলাটিকে ছেড়ে লোকটির পিছনে যেতে শুরু করল। আর তারপরেই ক্যাঙ্গারুটি সেই ব্যক্তিকে আক্রমণ করে। প্রথমে সেই ব্যক্তি তাকে এড়ানোর চেষ্টা করে। কিন্তু ক্যাঙ্গারুটি কিছুক্ষণ তার পা জড়িয়ে ধরে। সেই ভিডিয়োটি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
Zoo Attack: American tourist who visited in Perth zoo is forced for Self-defense after kangaroo attacked him for what seems like fight on lady’s heart.#kangaroo #zoo #Australia pic.twitter.com/pR5CHG5qmC
— WORLD MONITOR (@ZeusKingOfTwitt) June 13, 2023
চিড়িয়াখানার এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। কেউ বলেছেন,”ক্যাঙ্গারুটা লোকটিকে ছাড়তে নারাজ।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি এর আগে কখনও কোনও ক্যাঙ্গারুকে এমন করতে দেখিনি।” আরও একজন কমেন্টে লিখেছেন, “ক্যাঙ্গারুটি মহিলাটিকে ছেড়ে লোকটির পিছনে যেতে যেতেই হঠাৎই আক্রমণ করল। “