Viral Video: খাবার পর বাস থেকে পাতা ফেলে যান ক্রেতারা, এলাকা সাফসুতরো করে ফলবিক্রেতা মহিলার বিরাট বার্তা

Viral Video Today: ওই ফলবিক্রেতা মহিলার দোকান থেকে ক্রেতারা চলে যাওয়ার পর তিনি জায়গাটি পরিষ্কার করছেন। শুধু নিজের দোকানটুকু নয়। পুরো এলাকাটাই পরিষ্কার করলেন তিনি। এখন বলুন একজন ফলবিক্রেতার এহেন পদক্ষেপকে আপনি কুর্নিশ না জানিয়ে থাকতে পারবেন?

Viral Video: খাবার পর বাস থেকে পাতা ফেলে যান ক্রেতারা, এলাকা সাফসুতরো করে ফলবিক্রেতা মহিলার বিরাট বার্তা
বার্তা তো বটেই এ সমাজের জন্য...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 5:13 PM

Latest Viral Video: এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে তুলতে সর্বাগ্রে আমাদের পরিষ্কার হতে হবে, চারপাশটাকে সর্বদা পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের নিতে হবে। কর্ণাটকে (Karnataka) এক ফলবিক্রেতা সেই কথাটাই যেন আরও একবার স্পষ্ট করে দিলেন। না, তিনি জ্ঞান দিলেন না। নিজের হাতেই তুলে নিলেন এলাকা সাফাইয়ের দায়িত্ব। সঙ্গে, একটা বিরাট বার্তা দিয়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই কাজ খুবই প্রশংসিত হয়েছে। যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে ওই ফলবিক্রেতা (Fruit Seller) মহিলার দোকান থেকে ক্রেতারা চলে যাওয়ার পর তিনি জায়গাটি পরিষ্কার করছেন। শুধু নিজের দোকানটুকু নয়। পুরো এলাকাটাই পরিষ্কার করলেন তিনি। এখন বলুন একজন ফলবিক্রেতার এহেন পদক্ষেপকে আপনি কুর্নিশ না জানিয়ে থাকতে পারবেন?

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে কর্ণাটকের ওই ফল বিক্রেতা তার ক্রেতাদের ফেলে রাখা আবর্জনা তুলছেন এক-এক করে। সে রাজ্যের উত্তর কন্নড় জেলার আঙ্কোলাতে তিনি একটি ছোট্ট ঠেলাগাড়ির উপরে পাতায় মুড়িয়ে ফল বিক্রি করন। স্বাভাবিক ভাবেই ক্রেতারা তাঁর কাছ থেকে ফল কেনার পর সেখানে ব্যাপক ভাবে পাতা জমা হয়। হাওয়ায় তা ছড়িয়েও পড়ে এলাকার এদিক থেকে সেদিক। সেই সব পাতাগুলিকেই তিনি এককাট্টা করে একটা জায়গায় রেখে পুরো এলাকাটা পরিষ্কার করছিলেন।

মহিলাকে দেখা যায়, এক-এক করে পাতা সংগ্রহ করে সেগুলিকে ময়লা ফেলার পাত্রে জড়ো করতে। আদর্শ হেগড়ে নামের এক ব্যক্তি ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লিখছেন, “এই মহিলা একজন ফল বিক্রেতা এবং তিনি কর্ণাটকের আঙ্কোলা বাস স্ট্যান্ডে পাতায় মোড়ানো ফল বিক্রি করেন। কিছু লোক খাওয়া শেষ করার পরে তারা বাসের জানালা থেকে পাতা ফেলে দেয়। কিন্তু এই মহিলা সেখানে গিয়ে পাতাগুলি তুলে ফেলেন ডাস্টবিনে। এটা তাঁর কাজই নয়, কিন্তু তা-ও তিনি করছেন।”

বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন বললেন, “যে দেশে সবাই অধিকারের কথা বলেন, সে দেশে খুব কম লোকই নিজেদের কর্তব্যটা পালন করেন।” আর একজন যোগ করলেন, “এটাই আসলে নারীর ক্ষমতায়ন। সবার জন্য সত্যিকারের অনুপ্রেরণা।” তৃতীয় জন দাবি করে বললেন, “তাঁর করুণা, তাঁর ভঙ্গি, তাঁর চলাফেরা, তাঁর শারীরিক ভাষা, তাঁর চিন্তাভাবনা, তাঁর কর্ম, তাঁর আচরণ, তাঁর সাজসজ্জা, এ যেন সত্যিই কবিতা।”