Viral Video: মহিষের শাবককে তুলে নিয়ে যেতে পারল না চিতা, রাস্তার মাঝে কী হয়ে গেল দেখুন…

Viral Video Today: ভিডিয়োটি ইনস্টাগ্রামে 'top_tier_wilderness' নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ হয়েছে।

Viral Video: মহিষের শাবককে তুলে নিয়ে যেতে পারল না চিতা, রাস্তার মাঝে কী হয়ে গেল দেখুন...
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 9:16 AM

Latest Viral Video: জঙ্গলের প্রাণীদের বেঁচে থাকার যে প্রতিনিয়ত লড়াই চলে, তা আর কতজনেরই বা জানা! শিকার করতে গিয়ে কখন যে কে শিকারে পরিণত হয়, তা বলা দায়! বন্যপ্রাণীদের অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে যেগুলি দেখলে যে কেউ শিউরে উঠবে। বর্তমানে এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে। যেখানে একটি চিতা (Cheetah) একটি মহিষ শাবককে শিকার হিসেবে বেছে নিয়েছিল। কিন্তু সেই সময় মহিষের দল সেখানে এসে হাজির হয়। তার তারপরে চিতাটি নিজেই তাদের শিকারে পরিণত হয়। কিন্তু পুরো ঘটনাটাই এমনভাবে ঘটল, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে।

ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বনের মাঝে একটি রাস্তা। আর সেই রাস্তায় গাড়ি পার্ক করা রয়েছে। এর হঠাৎই বনের ভিতর থেকে একটি চিতা দ্রুত গতিতে বেরিয়ে আসে। মুখে কামড়ে ধরে আছে একটি মহিষ শাবককে। তা দেখেই সেখানে উপস্থিত হয় এক দল মহিষ। তারাও ঝাঁপিয়ে পড়ে চিতার গায়ে। আর সেই দেখে ভয় পেযে যায় চিতাটি। মহিষের দল তাকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে চিতাটি মহিষটিকে ছেড়ে দেয়। আর সেই মুহূর্তেই জীবন বাঁচিয়ে পালাতে হয় চিতাকে। এই মর্মান্তিক দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয় এই ভিডিয়ো।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘top_tier_wilderness’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ হয়েছে। আর হাজার হাজার মানুষ এটি লাইক করেছে। এ দৃশ্য দেখে কেউ কেউ কমেন্টও করেছেন। একজন বলেছেন, “চিতাও যে মহিষের সঙ্গে লড়াইতে পেরে ওঠে না, এই ভিডিয়োটি তারই প্রমান।” আপনি এর আগে কখনও এমন দৃশ্য় দেখেছেন?