Viral Video: জোরে জোরে চিৎকার শিশুর, রাতের আঁধারে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে চিতা

Latest Viral Video: উত্তরপ্রদেশের আগ্রার কাছে একটি গ্রামে 8 বছরের একটি শিশুকে দেখতে পায় এক চিতাবাঘ। তারপরেই শিশুটিকে ধরে নিয়ে যায়। আর সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যআল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

Viral Video: জোরে জোরে চিৎকার শিশুর, রাতের আঁধারে টেনে-হেঁচড়ে নিয়ে যাচ্ছে চিতা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 6:41 PM

গত কয়েক মাস ধরেই এমন অনেক ঘটনা সামনে এসেছে, যেখানে মানুষের উপর চিতাবাঘ ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় একটি ঘটনা ঘটেছিল, যেখানে একটি চিতাবাঘের আক্রমণে 6 বছরের একটি শিশুর মৃত্যু হয়েছিল। এবার আগ্রা থেকে এমনই এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশের আগ্রার কাছে একটি গ্রামে 8 বছরের একটি শিশুকে দেখতে পায় এক চিতাবাঘ। তারপরেই শিশুটিকে ধরে নিয়ে যায়। আর সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যআল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ হেঁটে যাচ্ছে। অপর চিতাবাঘটি একটি শিশুকে চেপে ধরে ফেলেছে। ভিডিয়োতে চিতাবাঘকে শিশুটিকে মাটিতে শুইয়ে দিতেও দেখা যায়। চিতাবাঘের আক্রমণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। Free Press Journa-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চিতাবাঘটি শিশুটির মাথা ও মুখের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। তবে সৌভাগ্যক্রমে শিশুটির বেঁচে গিয়েছে। হামলার পর শিশুটি জোরে চিৎকার করতে থাকে। এই ঘটনার পর বন দফতরকে হামলার খবর দেওয়া হয়। তবে স্থানীয় লোকজনকে দুদিন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। বর্তমানে শিশুটির অবস্থা গুরুতর।

জানা গিয়েছে, শিশুটি উত্তরপ্রদেশ-রাজস্থান সীমান্তে অবস্থিত সায়ান গ্রামের বাসিন্দা। চিতাবাঘের আক্রমণের পর শিশুটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা করা হচ্ছে। তথ্য অনুযায়ী, রাতের অন্ধকারে গ্রামে অবাধে ঢুকে পড়ে চিতাবাঘ। তবে এবার শিকার হয়েছে এই শিশুটি। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে উঠেছে অনেক মানুষ। এর আগে এমন অনেক ঘটনা সামনে আসতেও কেন কোনও ব্যবস্থা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও করেছেন অনেকে।