Viral Video: ভিড়ে ঠাসা স্টেশনে মহিলার নাচ, উপযুক্ত শাস্তি দিতে বলছেন নেটিজ়েনরা

মহিলাটি নির্ভীকভাবে নাচছেন, আপাতদৃষ্টিতে আশেপাশের তাড়াহুড়ো থেকে নিরুৎসাহিত। মেয়েটির এহেন সাহসিকতা দেখে কিছু মানুষ প্রশংসা করতে পারেন ঠিকই, তবে সোশ্যাল মিডিয়ায় তা প্রতিফলিত হয়নি। সমালোচকরা মেয়েটির এই পারফরম্যান্সকে 'পাবলিসিটি স্টান্ট' হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই বলেছেন, এই সব কাজকর্মের জন্য এদের জরিমানা করা উচিত।

Viral Video: ভিড়ে ঠাসা স্টেশনে মহিলার নাচ, উপযুক্ত শাস্তি দিতে বলছেন নেটিজ়েনরা
স্টেশনটা কি নাচের জায়গা নাকি?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 8:15 PM

রেলস্টেশনে এক মহিলার নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আর সেই প্ল্যাটফর্মেই এক মহিলা নিজের মনে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে পারফর্ম করে চলেছেন। ভাইরাল ক্লিপটি দেখে নেটিজ়েনদের অনেকেই বেজায় চটেছেন। কেউ বলেছেন, ‘এসব বাড়িতে করতে পারেন না?’ কেউ যোগ করেছেন, ‘নাচের কথা মনে পড়লেই স্টেশন ছাড়া আর কিছু মাথায় আসে না নাকি?’

মেয়েটির নাম সহেলি রুদ্র। ইনস্টাগ্রামে নিজের পেজ থেকেই বিভিন্ন সময়ে নাচে ভিডিয়ো পোস্ট করে থাকেন তিনি। সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োর ভিউ এর মধ্যেই প্রায় কয়েক লাখ ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োতে লাইক পড়েছে 13 হাজারেরও বেশি। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখার পরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন।

মহিলাটি নির্ভীকভাবে নাচছেন, আপাতদৃষ্টিতে আশেপাশের তাড়াহুড়ো থেকে নিরুৎসাহিত। মেয়েটির এহেন সাহসিকতা দেখে কিছু মানুষ প্রশংসা করতে পারেন ঠিকই, তবে সোশ্যাল মিডিয়ায় তা প্রতিফলিত হয়নি। সমালোচকরা মেয়েটির এই পারফরম্যান্সকে ‘পাবলিসিটি স্টান্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই বলেছেন, এই সব কাজকর্মের জন্য এদের জরিমানা করা উচিত।

সহযাত্রীদের জন্য নির্মল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই ধরনের আচরণে জরিমানা কার্যকর করতে ভারতীয় রেলওয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকে। একজন বললেন, ‘ব্যস! জীবনে শুধুই এরকম আত্মবিশ্বাসের প্রয়োজন।’ আর একজন যোগ করলেন, ‘ভবিষ্যতে ডান্স ইন্ডিয়া ডান্সের বিজয়ী হতে চলেছেন ইনি।’