Viral Video: কিলবিল করছে কুমির, সাহস করে নদী পার সিংহীর, হাঁ করে তাকিয়ে থাকল সিংহ

Viral Video Today: সিংহ এবং সিংহী একটি নদীর তীরে পৌঁছে গিয়েছে। দুজনকেই নদী পার করতে হবে। সেই লক্ষ্যে সিংহী জলে নেমেও পড়েছে, কয়েক কদম এগিয়ে নদীর এক্কেবারে মাঝ বরাবর পৌঁছে গিয়েছে। কিন্তু সিংহকে জলে নামতেই দেখা গেল না।

Viral Video: কিলবিল করছে কুমির, সাহস করে নদী পার সিংহীর, হাঁ করে তাকিয়ে থাকল সিংহ
কুমিরকে সিংহের বড় ভয়!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 6:12 PM

Latest Viral Video: আচ্ছা, সিংহ নাকি সিংহী জঙ্গলের শিকারীদের মধ্যে সবথেকে সাহসী কে বলুন তো? হয়তো আপনার উত্তর হবে দুই জনই। অথবা আপনি বলতে পারেন, সিংহই বেশি সাহসী, শক্তিশালীও বটে। কিন্তু সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো আপনার চোখ খুলে দিতে বাধ্য। যে সিংহকে আপনি জঙ্গলের শক্তিশালী শিকারীদের একজন মনে করেন, যাকে দেখলে অন্যান্য প্রাণীরাও নিজেদের পথ বদল করে নেয়, সেই সিংহ যে আদতে কতটা ভীতু, ভিডিয়ো না দেখলে আপনার বিশ্বাস হবে না।

জলে নামতে সিংহের বড় ভয়। জলকে সে এতটা ভয় পায় মূলত কুমিরের কারণেই। নদীতে নামার আগে তার আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়। নদীতে সে নামতে চায় না। কারণ, সিংহ খুব ভাল করে জানে যে নদীতে কুমিরের বসবাস। আর সেই কুমিরের ভয়েই সিংহরা থরহরিকম্প। সে সব সময় চিন্তিত যে কুমির তাকে ধরে ফেলতে পারে। বিশ্বাস না হলে এই ভিডিয়োটি একবার দেখুন।

ইউটিউব ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Maasai Sightings নামক একটি পেজ থেকে। সেখানে দেখা গিয়েছে, সিংহ এবং সিংহী একটি নদীর তীরে পৌঁছে গিয়েছে। দুজনকেই নদী পার করতে হবে। সেই লক্ষ্যে সিংহী জলে নেমেও পড়েছে, কয়েক কদম এগিয়ে নদীর এক্কেবারে মাঝ বরাবর পৌঁছে গিয়েছে। কিন্তু সিংহকে জলে নামতেই দেখা গেল না। প্রথমে সে কিছুক্ষণ এদিক-ওদিক তাকাল। তারপরে জলে নামার পরিবর্তে সেখান থেকে টুকটুক করে একটু জল পান করে নেয়।

এই ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে আফ্রিকার মাসাইমারায়। আফ্রিকার নীল অববাহিকা এবং মাদাগাস্কারের নদী, জলাভূমিতে নীল কুমির দেখা যায়। এদের দৈর্ঘ্য গড়ে 4 মিটার অর্থাৎ 13.1 ফুট থেকে 4.5 মিটারের মধ্যে হয়। ওজন হয় প্রায় 410 কেজি পর্যন্ত। দিন দুয়েক আগে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, যার ভিউ এর মধ্যেই 50 হাজার ছাপিয়ে গিয়েছে।