Viral Video: জঙ্গল সাফারিতে গিয়ে আশ্চর্য ঘটনার মুখোমুখি পর্যটকরা, গাড়ির মধ্যে ঢুকে পড়ল সিংহী

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োটিতে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "দেখে মনে হচ্ছে এটি কোনও পোষ্য সিংহী। নাহলে তারা সাধারণত এমন করে না।"

Viral Video: জঙ্গল সাফারিতে গিয়ে আশ্চর্য ঘটনার মুখোমুখি পর্যটকরা, গাড়ির মধ্যে ঢুকে পড়ল সিংহী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 12:47 PM

কখনও যদি জঙ্গল সাফারিতে গিয়ে থাকেন, তাহলে জানবেন বিভিন্ন সময়ে আলাদা আলাদা অভিজ্ঞতা হয়। কখনও অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখে মেলে না বাঘ, সিংহের। আবার কখনও আক্রমণের মুখেও পড়তে হয় অনেককে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সাফারিতে যাওয়া লোকজনের সঙ্গে একটি সিংহী এমন ব্যবহার করল, যা দেখে আপনার মন ভাল হতে বাধ্য। সাধারণত এমন ধরনের ভিডিয়ো দেখা যায় না। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ভিডিয়োয় কী এমন দেখা যাচ্ছে? চলুন সেটাই দেখে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাফারির এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিছু লোক জঙ্গল সাফারি করতে গিয়েছে। জঙ্গলের মাঝখানে সাফারি বন্ধ হয়ে যায়। আর তারা দাঁড়িয়ে পড়ে। কিন্তু সাফারি বন্ধ হওয়ার বিশেষ কারণ হল একটি সিংহী। সাফারির গাড়ি আসতে দেখে সে সোজা সেই গাড়িতে উঠে পড়ে। আর মানুষের আদর খাওয়ার জন্য তাদের কাছে ঘেসতে থাকে। সিংহীকে দেখে প্রথমে কিছু লোক ভয় পেয়ে যায়। যাইহোক, তারপর সবাই তাকে ভালবাসতে শুরু করে। কারণ সিংহীটি কারও ক্ষতি করার চেষ্টা করেনি। সে সাফারিতে বসা সবাইকে আদর করে জড়িয়ে ধরতে লাগল। কিছু লোককে এর ভিডিয়ো করতে দেখা যাচ্ছে। সিংহীকে এমন করতে দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য।

ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োটিতে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখে মনে হচ্ছে এটি কোনও পোষ্য সিংহী। নাহলে তারা সাধারণত এমন করে না।”