Viral Video: বন্ধুকে বাঁচাতে জীবনের পরোয়া না করে বিষাক্ত সাপের সঙ্গে লড়াই, টিকটিকির সাহসিকতায় সকলে মুগ্ধ

Viral Video Today: 17 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, একটি বিষাক্ত সাপ পাথরের উপরে একটি বন্য টিকটিকিকে ধরে রয়েছে। সাপটি সবেমাত্র ওই টিকটিকিকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময়ই আর একটি টিকটিকি ওই সাপটিকে আক্রমণ করে।

Viral Video: বন্ধুকে বাঁচাতে জীবনের পরোয়া না করে বিষাক্ত সাপের সঙ্গে লড়াই, টিকটিকির সাহসিকতায় সকলে মুগ্ধ
বন্ধুকে বাঁচাতে লড়াই চলল প্রাণপণে...
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 7:29 PM

Latest Viral Video: মানুষ যে ভাবে তাঁর পরিবারকে রক্ষা করতে সদা সচেষ্ট থাকে। পশুরাও ঠিক সেরকম ভাবেই মানুষের মতো তাদের পরিবারকে আগলে রাখে। পশুরা সকলে একসঙ্গে বিপদের মোকাবিলা করে, একে অপরের সঙ্গে পাশে থাকে, পরিবারের কোনও সদস্যকে বিপদে ফেলে পালিয়ে যায় না। সেরকমই একটা ঘটনা সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় অনেককেই ভাবিয়েছে। সঙ্গীকে বাঁচাতে যে ভাবে একটি বন্য টিকটিকি সাপের সঙ্গে লড়াই করেছে, তা হতবাক করার মতোই। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

টুইটারে @TheFigen_ নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘একেই বলে বন্ধুত্ব। এমন বন্ধু আপনার পাশে থাকলে বুঝবেন আপনি শক্তিশালী।’ 17 সেকেন্ডের ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, একটি বিষাক্ত সাপ পাথরের উপরে একটি বন্য টিকটিকিকে ধরে রয়েছে। সাপটি সবেমাত্র ওই টিকটিকিকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময়ই আর একটি টিকটিকি ওই সাপটিকে আক্রমণ করে।

এরকম একটা পরিস্থিতিতে সাপটিকে দেখে বড়ই বিভ্রান্ত মনে হয়। লক্ষ্যণীয় বিষয়টি হল, সাপটিকে দেখে বিন্দুমাত্রও ভয় পায়নি এই বন্য টিকটিকিটি। সে আসা মাত্রই সাপটির মনোযোগে কিছুটা ধাক্কা দেয় এবং তাতে শেষমেশ তালগোল পাকিয়ে ফেলে সাপটি। পরক্ষণেই পাথর থেকে পিছলে পড়েও যায় সাপটি।

গত 30 জুলাই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 4 লাখেরও বেশি ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘আজকের দিনে মানুষের মধ্যে এরকম বন্ধুর সত্যিই অভাব লক্ষ্য করা যায়।’ আর একজন যোগ করলেন, ‘এরা বন্ধু নয়। এক মা তার সন্তানকে বাঁচাতে এভাবে নিজের জীবনের পরোয়া না করে লড়াই করছে।’