Viral Video: পাখির মতো করে কুমিরকে খাইয়ে দিলেন ব্যক্তি, ভিডিয়ো দেখে নেটিজ়েনদের আত্মারাম খাঁচাছাড়া
Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে, জলে দাঁড়িয়ে একটি কুমিরকে (Alligator) খাইয়ে দিচ্ছেন ওই ব্যক্তি (Man)। খাওয়া হয়ে যাওয়ার পরেই সেই কুমিরটা জায়গা ছেড়ে চলে যায়। জানা গিয়েছে, ঘটনাটি ফ্লোরিডার (Florida)।
Latest Viral Video: প্রাণীজগতের ভিডিয়ো আমাদের সবসময়ই অবাক করে। কখনও তাদের হিংস্রতা, কখনও আবার খুনসুটি আমাদের নজর কেড়ে নেয়। তার থেকেও বড় কথা, জঙ্গলের প্রাণীরা বিভিন্ন সময়ে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা দেখাটাও বেশ মজার বিষয় হয়। যাদের আমরা হিংস্র ভাবি, যাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি, সেই ভয়ঙ্কর প্রাণীরাও কখনও আবার মানুষকে এক ফোঁটাও আক্রমণ করে না। ঠিক তেমনই একটা ভিডিয়ো অবাক করে দিয়েছে নেটিজ়েনদের। ভিডিয়োতে দেখা গিয়েছে, জলে দাঁড়িয়ে একটি কুমিরকে (Alligator) খাইয়ে দিচ্ছেন ওই ব্যক্তি (Man)। খাওয়া হয়ে যাওয়ার পরেই সেই কুমিরটা জায়গা ছেড়ে চলে যায়। জানা গিয়েছে, ঘটনাটি ফ্লোরিডার (Florida)। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ফ্লোরিডার মানুষ ফ্লোরিডারই থাকবে।”
ইনস্টাগ্রামে @onlyinfloridaa নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, জলে একটি পাথরের উপরে এক ব্যক্তি বসে রয়েছেন তাঁর স্ত্রীয়ের সঙ্গে। সেই সময়ই সেখানে একটি কুমির আসে এবং আলতো করে তার মুখে খাবারটি ঢুকিয়ে দেন ওই ব্যক্তি, যা দেখলে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা হতে পারে। যেই ওই কুমিরের খাবার খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে নিজের জায়গায় চলে যায়।
View this post on Instagram
কিছুক্ষণের মধ্যে দেখা গেল, ওই নদীতে থাকা আরও অন্য কুমিরদের উদ্দেশ্যে খাবার ছুড়ে দিচ্ছেন ব্যক্তি। মাত্র দিন চারেক আগে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। তারপর থেকে ভিডিয়োটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন। কমেন্টও করেছেন অনেকে।
একজন লিখছেন, “আমার চোখে দেখা খুব বোকা জিনিস।” আর একজন যোগ করলেন, “ফ্লোরিডায় গেটরদের খাওয়ানো বেআইনি! যাঁরা এই কাজ করেন, তাঁদের গ্রেফতার করা উচিত। এই কারণেই অ্যালিগেটররা মানুষকে আরও বেশি-বেশি করে আক্রমণ করছে। ” তৃতীয়জন লিখলেন, “খুব বোকা বোকা কাজ! ওরা যদি পিছন থেকে এসে আপনাকে আক্রমণ করে, কী করবেন তখন? এটা ঠিক সেই সিংহের খাঁচায় ঢোকার মতো অবস্থা।”