Viral Video: রেস্তোরাঁয় চিকেন কষা অর্ডার করলেন এক ব্যক্তি, পেলেন রান্না করা মরা ইঁদুর! ভাইরাল সেই ছবি

Latest Viral Video: ছবি এবং ভিডিয়োগুলি 13 আগস্ট টুইটার ব্যবহারকারী @AMINKHANNIAZIN পোস্ট করেছেন এবং ক্যাপশন সহ মুম্বাই পুলিশ (@MumbaiPolice) ট্যাগ করেছেন।

Viral Video: রেস্তোরাঁয় চিকেন কষা অর্ডার করলেন এক ব্যক্তি, পেলেন রান্না করা মরা ইঁদুর! ভাইরাল সেই ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 9:18 PM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ার কারণে কত কিছুই এখন মানুষের কাছে তুলে ধরা যায়। সহজেই প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বিভিন্ন খবর। কয়েকদিন আগেই দুবাইয়ের একটি রেঁস্তোরার ঘটনা সামনে এসেছিল। সেখানে খেতে বসার পর এক মহিলা দেখতে পান, হঠাৎই একটি মরা ইঁদুর টেবিলে এসে পড়ে। এবার এমনই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মুম্বইতে, এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে বান্দ্রা পশ্চিমের পালি নাকার কাছে একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটে যায়, এক ঘটনা। এই ঘটনা শুনে আর ছবি দেখে হুঁশ উড়েছে নেটিজ়েনদের।

কী এমন ঘটেছে?

রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি চিকেন এবং মাটন অর্ডার করেছিলেন। তারা বেশ ভালভাবেই খাবার উপভোগ করছিল। কিন্তু তার মধ্যে এক ব্যক্তি হঠাৎই খাবারে এক অদ্ভুত জিনিস দেখতে পান। সেটিকে বাটি থেকে তুলতেই দেখেন একটি মরা ইঁদুর। ওই ব্যক্তি থালাটির ছবি ক্লিক করে একটি ভিডিয়ো তৈরি করে টুইটারে পোস্ট করেন। এরপর থেকে বিষয়টি আলোচনার বিষয় হয়ে ওঠে। তারপরই পুলিশ অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

ছবি এবং ভিডিয়োগুলি 13 আগস্ট টুইটার ব্যবহারকারী @AMINKHANNIAZIN পোস্ট করেছেন এবং ক্যাপশন সহ মুম্বাই পুলিশ (@MumbaiPolice) ট্যাগ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ” ম্যানেজার বা মালিক আমাদের কথা শুনতে প্রস্তুত নয়। আমরা 100 নম্বরে পুলিশকেও ফোন করি। কিন্তু তারপরও কোনও সাহায্য পাইনি।” এরপর তিনি ‘বান্দ্রা থানায়’ অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ধাবার ম্যানেজার ভিভিয়ান অ্যালবার্ট শিকেভারের বিরুদ্ধে মামলা দায়ের করে, সেই সময় হোটেলের শেফ এবং মুরগি সরবরাহকারী এবং ম্যানেজার ও শেফকে গ্রেপ্তার করে। যদিও পরে দুজনেই জামিন পান। এখনও পর্যন্ত 1 লাখ 75 হাজারের বেশি ভিউ ও 600টির বেশি লাইক পেয়েছে।