Viral Video: ১০ তলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে নীচে পড়লেন মহিলা! দেখুন ভিডিয়ো

ব্যালকনি থেকে হাত ধরে মহিলাকে বাঁচানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুরুতর চোট পেয়ে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা।

Viral Video: ১০ তলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে নীচে পড়লেন মহিলা! দেখুন ভিডিয়ো
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এই বহুতলের ঘটেছে দুর্ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2021 | 5:47 PM

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। আর তার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বহুতলের ব্যালকনির রেলিং থেকে ঝুলছেন এক মহিলা। কোনওক্রমে এক ব্যক্তি হাত ধরে তাঁর পড়ে যাওয়া আটকানোর চেষ্টা করছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ব্যালকনিতে দাঁড়ানো ব্যক্তির হাত ফস্কে নীচে পড়ে যান তিনি। ভিডিয়োতে ধরাও পড়েছে সেই ভয়ঙ্কর মুহূর্ত। জানা গিয়েছে, গুরুতর ভাবে আহত হয়েছেন ওই মহিলা। কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তবে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, মহিলার অবস্থা অত্যন্ত সংকটজনক।

এই ঘটনায় এর মধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ফ্ল্যাট এক বহুতলের দশ তলার। দুর্ঘটনা দিন ব্যালকনিতে দাঁড়িয়েই ওই ব্যক্তির সঙ্গে বচসা হয়েছিল মহিলার। তারপর আচমকাই ব্যালকনির রেলিং টপকে ঝাঁপ দিতে যান তিনি। ঘটনার আক্সমিকতায় চমকে যান ওই ব্যক্তি। কোনওমতে মহিলার হাত ধরে আটকাতে যান তিনি। তারপরই ঘটে বিপত্তি। প্রায় তিন মিনিট ধরে মহিলার হাত ধরে তাঁকে উপরে টেনে তোলার চেষ্টা করেছেন ওই ব্যক্তি। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। কিন্তু শেষ পর্যন্ত হাত আলগা হয়ে নীচে পড়েই গিয়েছেন মহিলা।

দেখুন ভিডিয়ো

আপাতত ওই ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। আহত মহিলার জ্ঞান ফিরলে তাঁরও বয়ান নেওয়া হবে বলে জানা গিয়েছে। তারপর দু’জনের বয়ান মিলিয়ে দেখবে পুলিশ। এই ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি পূর্ব পরিকল্পিত তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাবাদ করা হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দেরও।

আরও পড়ুন- Viral Video: খাদের ধারে দোলনায় দুলতে গিয়ে বিপদ, ৬৩০০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন দুই তরুণী, তারপর…