Viral Video: আর শুধু সিনেমায় নয়, প্রমাণ সাইজের অ্যানাকোন্ডা ধরে তার মাথায় চুমু খেলেন এই যুবক
Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আর অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, "কপালে চুমু খাওয়ার কী মানে? যখন তখন বড় বিপদ হয়ে যেত।" আরও এক ব্যক্তি বলেছেন, "আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি অ্যানাকোন্ডাকে মোটেও ভয় পায়নি।"
প্রকাণ্ড একটি অ্যানাকোন্ডার ছবি দেখালেই আপনি সঙ্গে সঙ্গে শিউরে উঠতে বাধ্য। ঠিক তেমনই অনুভুতি হবে এই ভিডিয়োটি দেখলে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে প্রকাণ্ড প্রকাণ্ড একটি অ্যানাকোন্ডাকে ধরে তার মুখে চুমু খেতে দেখা যাচ্ছে। বিশালাকার অ্যানাকোন্ডা ধরা এই ব্যক্তির নাম মাইক হলস্টন। মাইক নিজেই এই ভিডিয়োটি তার ইনস্টাগ্রাম আইডি therealtarzann থেকে শেয়ার করেছেন, যা এখনও পর্যন্ত 7 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে, যখন 2 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। তার এমন আচরন দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি কোনও ভয় ছাড়াই জল থেকে একটি বিশাল অ্যানাকোন্ডাকে বের করে আনেন। প্রথমে সে অ্যানাকোন্ডার লেজ ধরে তারপর এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে জল কম ছিল। তারপর এক ঝটকায় সাপের মুখ ধরে ফেলে। তারপর কি, সাপটাও গোল করে ঘুরে তার হাত ধরে। তারপরে সেই ব্যক্তি তার হাতটি ছাড়ানোর চেষ্টা করেন। কোনও মতে এক হাত দিয়ে অ্যানাকোন্ডার মুখ চেপে ধরে আর এক হাত ছাড়িয়ে নেয়। তারপরে যখন সাপটি একটি শান্ত হয়ে যায়, দু’হাত দিয়ে তার মুখ ধরে চুমু খেয়ে নেয়। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি এই পুরো ঘটনাটি ভিডিয়ো করে। আর সেই ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
View this post on Instagram
ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আর অনেকে অনেক কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কপালে চুমু খাওয়ার কী মানে? যখন তখন বড় বিপদ হয়ে যেত।” আরও এক ব্যক্তি বলেছেন, “আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি অ্যানাকোন্ডাকে মোটেও ভয় পায়নি।”