Viral Video: পার্কে পড়ে গিয়ে অবচেতন কুকুর, সিপিআর করে প্রাণ বাঁচিয়ে ইনি নেটপাড়ার হিরো!

পার্কের পাশেই একটি রাস্তায় অবচেতন অবস্থায় পড়েছিল কুকুরটি। তাকে দেখা মাত্রই জয় তার শুশ্রুষা করতে শুরু দেন। কয়েক মিনিটের মধ্যে সুস্থও হয়ে যায় কুকুরটি। আর তারপর স্টোন নামের কুকুরটি নিঃশ্বাস নিতে শুরু করে।

Viral Video: পার্কে পড়ে গিয়ে অবচেতন কুকুর, সিপিআর করে প্রাণ বাঁচিয়ে ইনি নেটপাড়ার হিরো!
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট
Follow Us:
| Edited By: | Updated on: Jan 31, 2022 | 11:36 PM

পার্কে পড়ে গিয়েছিল একটি সারমেয় (Dog)। গুরুতর আঘাত পেয়েছিল সে। আর তারই জীবন বাঁচিয়ে নেটাগরিকদের প্রশংসা কুড়োলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছিল লস অ্যাঞ্জেলস, ক্যালিফর্নিয়ায় (California)। যে মানুষটি ওই আহত কুকুরে প্রাণ বাঁচিয়েছেন, তাঁর নাম জয়। নিঃশ্বাস নিতে না পেরে পার্কেই অবচেতন অবস্থায় পড়েছিল কুকুরটি। তার পর দীর্ঘদিন তার বুকে পাম্প করে সিপিআর করেন ওই ব্যক্তি। তারপরই জীবন ফিরে পায় কুকুরটি। ভিডিয়ো নেটপাড়ায় ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে।

এই ভাইরাল ভিডিয়োটি জয় নামের ওই ব্যক্তিটিই সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। জয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম বেস্ট ফেচ ডগ। পরবর্তীতে এই ভিডিয়োটিই ট্যুইটারে শেয়ার করা হয় গুডেবল নামের একটি পেজ থেকে। আর সেখানেই সেটি ভাইরাল হয়। এক পথযাত্রী ৪৬ সেকেন্ডের এই ভিডিয়োটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, যে কুকুরটি আহত হয়েছিল, তার নাম স্টোন, একটি বক্সার প্রজাতির কুকুর এবং তার বয়স ৯ বছর।

পার্কের পাশেই একটি রাস্তায় অবচেতন অবস্থায় পড়েছিল কুকুরটি। তাকে দেখা মাত্রই জয় তার শুশ্রুষা করতে শুরু দেন। কয়েক মিনিটের মধ্যে সুস্থও হয়ে যায় কুকুরটি। আর তারপর সেই স্টোন নিঃশ্বাস নিতে শুরু করে। ভিডিয়োতে জয়কে বলতে শোনা গিয়েছে, “স্টোন তুমি সুস্থ হয়ে গিয়েছ। তুমি লড়াই করতে পেরেছ।”

ট্যুইটারে যে গুডেবল নামক পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিয়োটি তার ক্যাপশনে লেখা হয়েছে, “এই লোকটি যখন হাঁটতে বেরিয়েছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে ফুটপাতে একটি কুকুর অবচেতন হয়ে পড়ে আছে। তিনি দৌড়ে গিয়ে সিপিআর করেন এবং কুকুরটির জীবন রক্ষা করেন।” ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে হিউম্যানিটিও লেখা হয়েছে।

বিপুল পরিমাণ ভিউ হয়েছে এই ভিডিয়োটির। ইতিমধ্যে তা এক লাখ ছাড়িয়ে গিয়েছে। নেটিজেনরা ব্যক্তিটিকে বলছেন, ‘হিরো’। একজন ইউজার লিখছেন, “হিরো। হাঁটছেন, কথা বলছেন, অন্যের জীবন বাঁচিয়ে তুলছেন, এমনই এক হিরো।” আর একজন ইউজার লিখলেন, “উনি কে? অন্যের জীবন এই ভাবে বাঁচানোর জন্য তাঁর স্বীকৃতি প্রাপ্য।”

আরও পড়ুন: Viral Video: কাঁচা বাদাম গানে উদ্দাম নৃত্য আমেরিকার ডান্সিং ড্যাডের, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Viral Video: মায়েরা এমনই, হস্তির দুগ্ধ পান করছে একরত্তি ! ভিডিয়ো দেখে কুর্নিশ নেটিজে়নদের

আরও পড়ুন: Viral Video: বরফে বিশালাকার সাপের ভাস্কর্য তৈরি করলেন শিল্পী, প্রথম দেখায় ভয় লাগবেই!