শিকারের জন্য পাখিকে নিশানা করে গুলি, হাতেনাতে পেলেন ‘কর্মফল’, দেখুন ভিডিয়ো

পাখিটি যে সরাসরি ব্যক্তির চোখে এসে আঘাত করবে সেটা মোটেই বুঝতে পারেননি ওই ব্যক্তি।

শিকারের জন্য পাখিকে নিশানা করে গুলি, হাতেনাতে পেলেন 'কর্মফল', দেখুন ভিডিয়ো
টুইটে এই ভিডিয়ো শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন, "কর্মফল"।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 5:38 PM

যেমন কর্ম, তেমন  ফল। এই প্রবাদের সঙ্গে তো সকলেই পরিচিত। বাড়ির গুরুজনেরাও হামেশাই বলে থাকেন খারাপ কাজ করলে হাতেনাতে তার ফল পাবে। তবে বাস্তবে এই প্রবাদ যে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তা দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিয়োতে।

সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বন্দুক নিয়ে আকাশের দিকে তাক করে রয়েছেন। বোঝা গিয়েছে, একটি পাখিকে শিকার করার জন্য নিশানা বানিয়েছেন তিনি। আচমকাই গুলি ছুড়তে দেখা যায় তাঁকে। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। এ হেন আকস্মিকতার জন্য ওই ব্যক্তি যে একেবারেই তৈরি ছিলেন না তা স্পষ্ট।

ভিডিয়োতে দেখা গিয়েছে, গুলি ছোড়ার পর আকাশে উড়ন্ত পাখিটির ডানায় আঘাত লাগে। এরপরই বেসামাল হয়ে আকাশ থেকে ছিটকে পড়ে পাখিটি। তখনই ঘটে দুর্ঘটনা। আকাশ থেকে নীচের দিকে পড়ার সময় সটান ওই ব্যক্তির চোখে ঠুকরে দেয়। আঘাতের চোটে যন্ত্রণায় তীব্র চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি। পাখিটি যে সরাসরি ব্যক্তির চোখে এসে আঘাত করবে সেটা মোটেই বুঝতে পারেননি ওই ব্যক্তি।

টুইটে এই ভিডিয়ো শেয়ার করে সুশান্ত নন্দা লিখেছেন, “কর্মফল”। অর্থাৎ আইএফএস অফিসার বোঝাতে চেয়েছেন যে কর্মফল পেয়ে গিয়েছেন ওই ব্যক্তি। সুশান্ত নন্দার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন টুইটারিয়ানদের অনেকেই। ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। প্রায় ৫ হাজার লাইক পড়েছে এই ভিডিয়ো। অনেকে বলেছেন, “সব ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে।” কেউবা বলেছেন, “কুকর্ম করলে ফল তো পেতেই হবে। এই ব্যক্তি তা হাতেনাতেই পেয়ে গিয়েছেন।”