মুখের সামনে খাবার ধরলেই হেসে গড়াচ্ছে একরত্তি, খুদের হাসিতে মজেছে নেট দুনিয়া, দেখুন ভিডিয়ো

রেক্স চ্যাপম্যানের শেয়ার করা ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে।

মুখের সামনে খাবার ধরলেই হেসে গড়াচ্ছে একরত্তি, খুদের হাসিতে মজেছে নেট দুনিয়া, দেখুন ভিডিয়ো
বাচ্চাটির হাসি দেখে নেটিজেনদের মুখেও দেখা দিয়েছে চওড়া হাসি।
Follow Us:
| Updated on: Jan 31, 2021 | 3:13 PM

বাচ্চা ভালোবাসেন না এমন লোকের সংখ্যা বিশ্বে নেহাতই হাতেগোনা। তার মধ্যে সেই বাচ্চা যদি হয় সদা হাস্যময় তাহলে তো সোনায় সোহাগা। সদ্যই এমন এক বাচ্চার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বাচ্চাকে এক যুবক খাবার খাওয়াতে যাচ্ছেন। যতবারই চামচে করে মুখের কাছে খাবার নিয়ে যাওয়া হচ্ছে ততবারই বড় করে মুখ হাঁ করছে বাচ্চাটি। পরমুহূর্তেই হেসে গড়িয়ে পড়ছে। বাচ্চাটির হাসির চোটে ওই যুবকও হাসি চাপতে পারেননি। তিনি হেসে লুটিয়ে পড়েছেন।

সাধারণ খুব শান্ত বাচ্চারাও খাবার খাওয়ার সময় বড্ড ঝামেলা করে। মায়েরা হামেশাই বলে থাকেন তাঁদের সন্তানরা খাবার সময় কেঁদেকেটে একসা করে। এমনকি বড় হওয়ার পর ছোটবেলার স্মৃতি রোমন্থনের সময় অনেককেই মায়ের মুখে এইসব শুনতে হয়। কিন্তু কয়েক মাস বয়সের এই বাচ্চাটি একদম অন্যরকম। খাবার খাওয়ার সময় কান্নাকাটির লেশমাত্র নেই। উল্টে হেসে গড়িয়ে পড়ছে সে। বাচ্চাটির হাসি দেখে নেটিজেনদের মুখেও দেখা দিয়েছে চওড়া হাসি।

রেক্স চ্যাপম্যানের শেয়ার করা ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। নেটাগরিকরা মজেছেন একরত্তির হাসিতে। অনেকেই বলেছেন, “বাচ্চাদের হাসি সবসময় ভীষণ আনন্দ দেয়, মন ভাল করে দেয়।” কেউবা বলেছেন, “অন্য বাচ্চারা কেঁদে মা-বাবাকে অস্থির করে দেয়। এই বাচ্চা হেসে হেসে তার বাবাকে ক্লান্ত করে দিয়েছে।” অনেকে আবার এও বলেছেন, “যাঁদের বাড়িতে খুব গুরুগম্ভীর সদস্য রয়েছেন তাঁদেরকে এই ভিডিইয়ো দেখান। নিশ্চয় তাঁরা হেঁসে উঠবেন।”