Viral Video: এই ব্যক্তির ‘নিম্বুপানি’ বিক্রির কায়দা দেখলে মজা পাবেন আপনিও, দেখুন ভাইরাল ভিডিয়ো
Nimbu Paani: একবার খেলে বারবার খেতে চাইবেন। দু'দিন তেষ্টা পাবে না, এমনই নাকি জাদু রয়েছে এই নিম্বুপানিতে।
এই গরমে আপনার সামনে যদি হাজির হয় একগ্লাস ঠাণ্ডা লেবুর জল (Nimbu Paani)… শুনেই শরীর মন সব তাজা হয়ে গেল তো? তবে এবার নিম্বুপানি নয়, নজর কেড়েছেন নিম্বুপানি (Lemon Water) বিক্রেতা। এমন অদ্ভুত কায়দায় তিনি লেবুজল (Viral Video) বানাচ্ছেন যে তা দেখে আপনি অবাক হবেন, আবার হাসিও পেতে পারে আপনার। সেই ‘কাঁচা বাদাম’ দিয়ে শুরু হয়েছে ট্রেন্ড। নিজের পসরা বিক্রির জন্য বিভিন্ন কায়দা করছেন বিক্রেতারা। কেউ সুর করে গান গেয়ে বিক্রি করেছেন বাদাম, পেয়ারা, আঙুর। কেউবা নেচেগেয়ে তৈরি করছেন গরমের মুশকিল আসান ‘নিম্বুপানি’। আর সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিয়ো প্রকাশ হলেই এখন হিট। এই লেবুজল বিক্রেতার ইউএসপি তাঁর কথা এবং সেটা বলার ধরন। তার পাশাপাশি লেবু চিপে রস বের করা, সোডার বোতল খোলা, শরবতে বিট লবণ মেশানো সবেতেই কায়দার ছড়াছড়ি। কোনটা ছেড়ে কোনদিকে দেখবেন… পুরোটাই এন্টারটেনমেন্ট।
View this post on Instagram
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে লেবুজল তৈরি করতে করতে বিক্রেতা বলছেন, একবার যদি এই লেবুজল কেউ খান তাহলে বারবার খেতে চাইবেন। দু’দিন নাকি তেষ্টাই পাবে না এই লেবুজল খেলে। এইসব কথার ফাঁকেই কায়দা করে সোডার বোতল খুলেছেন তিনি। লেবু চিপে রসও বের করেছেন বেশ কায়দা করে। এমনকি নুন মেশানোর সময়েও রেখেছেন একটু নাটকীয়তা। ভিডিয়োতে দেখা গিয়েছে দোকানের আশপাশে বেশ কয়েকজন বসে রয়েছেন। অনুমান, তাঁরা এই দোকানের ক্রেতা। সকলকে শুনিয়ে ওই নিম্বুপানি বিক্রেতা বলেছেন যে কী কী দিয়ে তিনি লেবুজল বানাচ্ছেন। আর গরমকালে এইসব খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, সবই জানিয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ৯ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। লেবুজল বিক্রেতার কায়দা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা।
নেটিজ়েনদের অনেকেই বলেছেন ব্যবসা বাড়ানোর জন্য ভাল পদ্ধতি নিয়েছেন এই ব্যক্তি। যেভাবে কায়দা করে লেবুজল বানিয়ে তিনি বিক্রি করছেন তা সত্যিই আকর্ষণীয়। হাসি পেলেও এই দোকান নজর কেড়ে নেবে নিশ্চিত। সেই সঙ্গে সাবাশি পাবেন বিক্রেতাও। অনেকে আবার বলেছেন, ওনাকে কেউ একগ্লাস লেবুজল খাইয়ে শান্ত করুন। এত কথা বলে কায়দা দেখিয়ে নিম্বুপানি তৈরি করে হাঁপিয়ে গিয়েছেন উনি। কেউবা বলেছেন, এই ব্যক্তির নিম্বুপানি বিক্রির পদ্ধতি নিয়ে মোটেও হাসাহাসি করা উচিত নয়। ট্রেন্ড অনুযায়ী নিজের ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য ভাল পদ্ধতিই নিয়েছেন এই বিক্রেতা।
আরও পড়ুন- Viral: আধ-খাওয়া আপেল নাকি অন্য কিছু? এই ছবিই বলে দেবে আপনি এই মুহূর্তে সুখী নাকি হতাশ?