Viral Video: চা খেতে এসেছিলেন বৃদ্ধ; পকেটেই ফেটে গেল, ভিডিয়ো দেখলে ফোন পকেটে রাখার আগে 10 বার ভাববেন!
Viral Video Today: হঠাৎ করেই তাঁর জামার পকেট থেকে আগুনের ফুল্কি বেরোতে দেখা যায়। বয়স্ক মানুষটা সেই আগুন দেখে লাফিয়ে ওঠেন। তখনই পকেট থেকে বেরিয়ে আসে তাঁর সাধের হ্যান্ডসেট। ফোনটা যে ফেটে (Explodes) গিয়েছে, তা তিনি বুঝতে পারেন তখন।
Latest Viral Video: মোবাইল ফোন যে মানুষের জীবনের জন্য কখন দুর্বিসহ হয়ে উঠতে পারে, তা ধারণার বাইরে। আপনি বাড়িতে যখন তখন, যথেচ্ছ ভাবে আপনার সাধের মোবাইল ফোনটা (Smartphone) চার্জ দিয়েই চলেছেন। কিন্তু তাতে যে ফোনটার বারোটা বাজাচ্ছেন, তা হয়তো আপনার জানা নেই। ফোনে হয়তো চার্জার লাগানো নেই, আপনি বাইরে বেরিয়েছেন আর পকেটে বার্স্ট করল ফোনটা! হতে পারে না ভাবছেন? বিশ্বাস না হলে এবার একটা ভিডিয়োই হাজির হয়েছে আপনার জন্য। দেখা গেল, চায়ের দোকানে এক বৃদ্ধ বসেছিলেন। সেই সময় চা পান করছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাঁর জামার পকেট থেকে আগুনের ফুল্কি বেরোতে দেখা যায়। বয়স্ক মানুষটা সেই আগুন দেখে লাফিয়ে ওঠেন। তখনই পকেট থেকে বেরিয়ে আসে তাঁর সাধের হ্যান্ডসেট। ফোনটা যে ফেটে (Explodes) গিয়েছে, তা তিনি বুঝতে পারেন তখন।
টুইটারে রাজ মাজি নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা হয়েছে, “ভিডিয়োটি তিরুবনন্তপুরমের বলা হচ্ছে। ভিডিয়োটি দেখার পরে আপনিও পকেটে মোবাইল রাখার আগে দশবার ভাববেন। এখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চায়ের স্টলে বসে আছেন। তিনি যখন খুব আরাম করে বসেছিলেন, সেই সময় হঠাৎই তাঁর পকেটে থাকা সেল ফোনটি ফেটে যায়। তাঁর মোবাইলে তো আগুন ধরেই যায় এবং কাপড়েও আগুন ধরে যায়।”
यह वीडियो तिरुवनंतपुरम का बताया जा रहा है। जहाँ इस वीडियो को देखने के बाद आप भी अपना मोबाइल जेब में रखने से पहले दस बार सोचेंगे। वीडियो में आप देख सकते हैं कि एक शख्स चाय की दुकान पर बैठा है. जब वह बहुत आराम से बैठा है, अचानक उसकी जेब में रखा सेल फोन फट गया। इसके बाद मोबाइल में… pic.twitter.com/1RSDjwnD0n
— ℝ?? ???? (@Rajmajiofficial) May 19, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে, চেয়ারে আরাম করে বসেছিলেন ওই ব্যক্তি। চায়ের গ্লাসে চুমুক দিচ্ছিলেন, আর সামনের দিকে তাকিয়ে আকাশকুসুম ভাবছিলেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা গেল, হুট করেই তাঁর পকেট থেকে আগুন বেরোচ্ছে। চায়ের গ্লাসটা পড়ে যায়, ফোন বার্স্টের একটা শব্দও শোনা যায়। পরক্ষণেই পকেট থেকে আগুন ছড়িয়ে পড়ে ব্যক্তির জামার একটা বড় অংশ জুড়ে। ফোনটা ফেলে দিতেই তিনি প্রাণে বাঁচেন। পরনে ছিল তাঁর ধুতি-পাঞ্জাবী। তাঁর পোশাক থেকে আগুন নেভাতে সাহায্য করেন খোদ চায়ের দোকানের মালিক। সমগ্র ঘটনায় ব্যক্তি হতচকিত হয়ে যান। ধীরে ধীরে ওই চা দোকান ছেড়ে বেরিয়ে যেতে থাকেন এবং পিছন ফিরে একবার করে তাকাতে থাকেন তাঁর ফোনের দিকে।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। অনেকেই জানতে চেয়েছেন, ফোনটি কোন কোম্পানির?