Viral Video: রুটি-সবজি খাবে নাকি ডাল-ভাত? মায়ের প্রশ্নে একরত্তির জবাব শুনে হাসির রোল নেট দুনিয়ায়

যেকোনও ব্যাপারেই নিজের পছন্দ-অপছন্দের ব্যাপারে কবীর যে বেশ খুঁতখুঁতে সেটা কিন্তু আবারও বোঝা গেল। পছন্দের খাবার না হলে মোটেই খেতে রাজি নয় সে। তেমন গান শোনার ক্ষেত্রেও কবীর নিজের মর্জির মালিক।

Viral Video: রুটি-সবজি খাবে নাকি ডাল-ভাত? মায়ের প্রশ্নে একরত্তির জবাব শুনে হাসির রোল নেট দুনিয়ায়
ছোট্ট কবীরের এক্সপ্রেশন দেখে অবাক হয়েছেন নেটিজ়েনরা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 3:24 PM

নাম তার কবীর সুদ। বয়সে একরত্তি হলেও ইন্টারনেট দুনিয়ায় এখন এই খুদেই সেনসেশন। সম্প্রতি অ্যালেক্সাকে গান চালাতে বলে আনন্দে নেচে ওঠা ছোট্ট কবীরে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম। এবারও কবীরের একটি ভিডিয়োই ভাইরাল হয়েছে। আর তা দেখে নেটিজ়েনরা একবাক্যে বলছেন, ‘কিউটনেস ওভারলোডেড’।

ভিডিয়োতে দেখা গিয়েছে, মায়ের কোলে চড়ে ঘুরছে কবীর। বাচ্চাটিকে তার মা জিজ্ঞেস করছেন তুমি কি রুটি-সবজি খাবে, নাকি ডাল-ভাত খাবে। জবাবে কবীর বলেছে ‘নো থ্যাঙ্ক ইউ’। অর্থাৎ এসব খাবার যে সে খাবে না সেটা সাফ বুঝিয়ে দিয়েছে। কথা বলার সময় ছোট্ট কবীরের এক্সপ্রেশন দেখে নেটিজ়েনরা বলছেন, ‘এই বাচ্চা আসলে এক্সপ্রেশন কিং। চোখেমুখে এমন হাবভাব দেখে সত্যিই চমকে যেতে হয়।’ এর আগেও কবীরে নিখুঁত অভিব্যক্তির বহিঃপ্রকাশ দেখা গিয়েছে অন্য ভাইরাল ভিডিয়োতে। সেখানেও কবীরে এক্সপ্রেশনের প্রশংসা করেছিল নেট দুনিয়া।

এরপর অবশ্য কী খাবে সেই বায়নাও মায়ের কাছে পেশ করেছে একরত্তি কবীর। সে জানিয়েছে কেক খেতে চায়। তখনই তার মা বলেছে তোমাকে তো দু’বার কেক দেওয়া হয়েছে। মিষ্টি হেসে কবীরে জবাব শেষবারের মতো তাকে একবার কেক খেতে দেওয়া হোক। খাওয়াদাওয়া নিয়ে বাচ্চারা যে বেশ ঝামেলা করে এবং তা নিয়ে মায়েদের নাজেহাল হতে হয়, সেকথা সকলেরই জানা। কিন্তু এমন মিষ্টি করে কী খাবে আর কী খাবে না সেটা এত কম বয়সের একটা বাচ্চা তার মাকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে,  সেটা সহজে দেখা যায় না। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে কবীরের নতুন ভিডিয়ো। মায়ের সঙ্গে আবার ডিল ফাইনাল করে সে এও জানিয়েছে যে আর কেক খাওয়ানোর বায়না করবে না। ১৭ হাজারের বেশি লাইক পড়েছে এই ভিডিয়োতে। শুধু তাই নয়, কমেন্টবক্সে কবীরে এক্সপ্রেশনের তারিফ করে এসেছে অসংখ্য কমেন্ট।

দেখুন ছোট্ট কবীরের সেই ভিডিয়ো

View this post on Instagram

A post shared by Kabir Sood (@tintinkabacha)

যেকোনও ব্যাপারেই নিজের পছন্দ-অপছন্দের ব্যাপারে কবীর যে বেশ খুঁতখুঁতে সেটা কিন্তু আবারও বোঝা গেল। পছন্দের খাবার না হলে মোটেই খেতে রাজি নয় সে। তেমন গান শোনার ক্ষেত্রেও কবীর নিজের মর্জির মালিক। সম্প্রতি একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে সোফায় চড়ে অ্যালেক্সার কাছে গিয়ে ‘ডম ডম ডিগা ডিগা’ গান চালানোর নির্দেশ দিয়েছে এই একরত্তি। অ্যালেক্সার বোঝার জন্য আবার গানের পরের নাইল ‘মৌসম ভিগা ভিগা’- ও সুর করে গেয়ে শুনিয়েছে ছোট্ট কবীর। এর পাশাপাশি তার তার আর একটি পছন্দের গান Banana Boat song চালানোর কথা বলেছে অ্যালেক্সাকে। সফলভাবে অ্যালেক্সার সাহায্যে গান চালাতে পেরে আবার যুদ্ধজয়ের হাসিও দেখা গিয়েছিল একরত্তির মুখে। সোফার উপর নেচেও দিয়েছিল সে।

আরও পড়ুন- Viral Video: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীকে স্যালুট, বাচ্চা ছেলের আচরণে মুগ্ধ নেট দুনিয়া