Viral Video: সেল্ফ কন্ট্রোলের দফারফা! ডায়েট প্ল্যানকে ছক্কা হাঁকিয়ে মায়ের তৈরি গরম পকোড়ার কাছে ‘আউট’ হল এই যুবক
Mother-Son Viral Video: পেটে খিদে মুখে লাজ নিয়ে কতক্ষণ আর নিজেকে সামলে রাখা যায়! চলছে ওজন কমানোর জন্য কড়া ডায়েট। আর তখনই যত পছন্দের খাবারের গন্ধ আসে নাকে। লোভনীয় খাবারের সামনে পড়লে চ্যালেঞ্জের মুখে পড়ে আত্ম নিয়ন্ত্রণ। আর এই সেলফ কন্ট্রোল করার পরীক্ষা বেশ কঠিন। সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিয়োয় (Video) দেখা যাচ্ছে, একই হাল হয়েছে এক যুবকের।
Latest Viral Video: পেটে খিদে মুখে লাজ নিয়ে কতক্ষণ আর নিজেকে সামলে রাখা যায়! চলছে ওজন কমানোর জন্য কড়া ডায়েট। আর তখনই যত পছন্দের খাবারের গন্ধ আসে নাকে। লোভনীয় খাবারের সামনে পড়লে চ্যালেঞ্জের মুখে পড়ে আত্ম নিয়ন্ত্রণ। আর এই সেলফ কন্ট্রোল করার পরীক্ষা বেশ কঠিন। সম্প্রতি ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিয়োয় (Video) দেখা যাচ্ছে, একই হাল হয়েছে এক যুবকের। ডায়েটের (Diet) মধ্যে থাকা অবস্থায় মাকে গরম গরম পকোড়া ভাজতে দেখে লোভ সামলাতে পারলেন না তিনি। তারপরই চলল মায়ের সঙ্গে খুনসুটি। যা দেখে নিজেদের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
ভিডিয়োয় দেখা যাচ্ছে, রান্নাঘরে কড়াইয়ে গরম তেলে পকোড়া ভাজছেন এক মহিলা। তা দেখতেই ছেলে অভিযোগ করে বসলো, “মা, আমি যখন ডায়েট করি, তখনই ভাল ভাল খাবার বানাও তুমি।” শুনে মা বলেন, “আমি রোজই ভাল খাবার বানাই, তুমি খাও না সেটা আলাদা ব্য়াপার। তোমাকে পকোড়া খেতে কেউ বারন করেনি। তুমি খাচ্ছো না সেটা তোমার ব্যাপার। এখন তোমার ইচ্ছে হলেও খাচ্ছো না ডায়েট করছো। আর যখন আমার বয়সে আসবে তখন চাইলেও খেতে পারবে না। আচ্ছা থাক তোমাকে খেতে হবে না। এই পকোড়াগুলো বাবাকে দিয়ে এসো।” তারপর সে মায়ের হাত থেকে পকোড়ার থালা টেনে নেয় এবং মেয়োনিজ় চায়। শেষে তার মা তাকে পুদিনার চাটনি দিয়েই সেগুলি খেতে বলে। পুরো ঘটনাটি দেখে মজায় মেতেছেন নেটিজেনদের একাংশ।
এই ভিডিয়োটি একজন ইনস্টাগ্রাম ব্য়বহারকারী ইনস্টাগ্রাম-এ শেয়ার করেছেন। ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “খাও আর শরীরচর্চা করো।” এই ভিডিয়োটি শেয়ার হতেই সেটি ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 6 মিলিয়নের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন এবং সঙ্গে 18হাজারের বেশি লাইকও রয়েছে। এমনকী প্রায় 10,000-এর বেশি ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।
ভিডিয়োটি দেখে নেটিজেনদের মধ্য়ে একজন বলেছেন, “আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার ছেলেও বাড়িতে ঠিক এমনটাই করে। আর একজন বলেছেন, “আমার তো খাবারটা দেখেই লোভ লাগছে। আপনার ছেলে না খেয়ে থাকবে কী করে!”