Viral Video: চলন্ত বাইকে নাচ বৃদ্ধের, কেরামতি দেখে মুখ লুকোবে আজকালকার ছেলে-ছোকরা

Old Man Bike Stunt Video: এমন অনেক মানুষই আছেন যারা জীবনের অনেকগুলি বছর কাটিয়ে এসে শেষ পর্যায়ে নিজের ইচ্ছেগুলি পূরণ করতে চান। ভুলে যান বয়সের কথা। আর সেই সঙ্গে বিপদের কথা ভুলে যান।

Viral Video: চলন্ত বাইকে নাচ বৃদ্ধের, কেরামতি দেখে মুখ লুকোবে আজকালকার ছেলে-ছোকরা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 5:27 PM

Latest Viral Video: আজকাল রাস্তায় বেরলে পাশ দিয়ে হুস করে বাইক নিয়ে বেরিয়ে যায় কিছু ছেলে-ছোকরা। ভাব এমন যেন ব্রহ্মার থেকে অমরত্বের বর নিয়ে জন্মেছে। কখনও হাত ছেড়ে তো কখনও নানারকম স্টান্ট করে রাস্তায় জোরে গাড়ি চালায়। অনেকে প্রতিবাদ করে। অনেকে ভয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যান। কিন্তু এমন কাজই যদি কোনও বয়স্ক মানুষ করেন, কী বলবেন ভাবুন তো। বাপ ঠাকুরদার বয়সী মানুষকে তো আর ধমকানো যায় না। তবে এমন অনেক মানুষই আছেন যারা জীবনের অনেকগুলি বছর কাটিয়ে এসে শেষ পর্যায়ে নিজের ইচ্ছেগুলি পূরণ করতে চান। ভুলে যান বয়সের কথা। আর সেই সঙ্গে বিপদের কথা ভুলে যান। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণঘাতী হয়ে যায় ইচ্ছেগুলো। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একজন বৃদ্ধ (Old Man) বাইক চালাচ্ছেন। শুধু চালাচ্ছেন বললে ভুল বলা হবে। তিনি এই বয়সে বাইকে বসে স্টান্ট (Bike Stunt) করছেন রীতিমতো। দুই হাত ছেড়ে গিয়ে শুয়ে পড়ছেন বাইকের সিটে। আবার নাচের ভঙ্গিতে লাফাচ্ছেন। অসাধারণ ব্যালেন্স করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাইকটাকে। ভাইরাল হওয়ার পর থেকেই অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে ভিডিয়োটি। বহু মানুষ সাবধান করেছেন কমেন্টে। আবার বৃদ্ধের সাহসের তারিফ করতে ছাড়েননি অনেকেই।

ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন, একজন বয়স্ক ব্যক্তি বাইক চালাচ্ছেন। কিন্তু তারপরেই আপনার চোখ কপালে উঠবে যখন আপনি দেখবেন যে, উনি বাইকটি চালাতে চালাতে দুই হাতই ছেড়ে দিলেন। আর তারপরেই শুয়ে পড়লেন বাইকের শিটে। দু’হাত উপরে তুলে একটু নেচেও নিলেন। আর তারপরে উনি যা করলেন তা দেখে আপনি এক মুহূর্তের জন্য় হলেও শিউরে উঠবেন। বাইকের উপর সোজা উঠে দাঁড়িয়ে পড়লেন এবং লাফাতে শুরু করলেন। তবু একটুও নড়ছে না বাইক। এই কাণ্ড দেখে কিছুক্ষণের জন্য়ও আপনার মনে হবে উনি বুঝি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।

এক ইনস্টাগ্রাম ব্য়বহারকারী এই ভিডিয়োটি শেযার করেছেন। আর তারপর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটি এখনও পর্যন্ত 1 লাখ 76 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। আর অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, ‘আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য় অনেক কিছুই করেন।’ আরও এক ব্য়ক্তি বলেছেন, ‘ওনার এমন বিপজ্জনক স্টান্ট করা উচিত নয়।’