Viral Video: লোকালয়ে রাতে সিংহের আগমন, পাড়ার কুকুররা তাড়িয়ে দিল জঙ্গলের রাজাকে
Dogs Chase Away A Lion: কুকুররা নিজের এলাকা ছেড়ে যেমন অন্য়ের এলাকায় যেতে ভয় পায়, তেমনই অন্য় এলাকা থেকে কোনও কুকুর এলে তাকে আবার তার এলাকায় ফেরত যেতে বাধ্য় করে। কিন্তু তাবলে তাদের ভয় পাবে জঙ্গলের রাজা সিংহ?
Latest Viral Video: একথা বেশ প্রচলিত যে, কুকুররা (Dogs) নিজের এলাকার সিংহ। খুব একটা ভুল যদিও নয়। ওরা নিজের এলাকা ছেড়ে যেমন অন্য়ের এলাকায় যেতে ভয় পায়, তেমনই অন্য় এলাকা থেকে কোনও কুকুর এলে তাকে আবার তার এলাকায় ফেরত যেতে বাধ্য় করে। কিন্তু তাবলে তাদের ভয় পাবে জঙ্গলের রাজা সিংহ (Lion)? আপনার মনে হতে পারে এমন কীভাবে সম্ভব? সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে খাবারের সন্ধানে একটি সিংহ বন থেকে পথভ্রষ্ট হয়ে গ্রামে ঢুকে পড়েছে। কিন্তু এলাকার কুকুরেরা ‘জঙ্গলের রাজা’কে দেখতে পেয়ে ঔদ্ধত্য দেখাতে শুরু করে। এলাকার সমস্ত কুকুর বেরিয়ে আসে। আর তারপরে সিংহটির সঙ্গে যা করে, তা দেখলে আপনি অবাক হবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি সিংহ খাবার খুঁজতে খুঁজতে গ্রামের ভিতর ঢুকে পড়েছে। দেখেই মনে হচ্ছে গভীর রাত। কোথাও কোনও মানুষজনের দেখা নেই। কিন্তু তাতে কী হয়েছে, এলাকার কুকুরগুলি তো আছে। আপনার মনে প্রশ্ন আসছে, কুকুর কী না সিংহ তাড়াবে? আসলে কিন্তু এমনটাই হয়েছে। সিংহটিকে দেখে এলাকার বেশিরভাগ কুকুর তার দিকে এগিয়ে আসে। আর চিৎকার করতে থাকে। সেও অত কুকুর দেখে কী করবে বুঝতে না পেরে ছুটে পালাতে থাকে। এমন ঘটনা দেখে অধিকাংশ নেটিজেনদের মাথায় হাত। এমনও হয়? শেষে কি না জঙ্গলের রাজা কুকুরের কাছে হেরে গেল।
अपनी गली में तो कुत्ता भी शेर होता है??
From the streets of Gujarat. Via @surenmehra pic.twitter.com/clhYLlcq6C
— Susanta Nanda (@susantananda3) March 22, 2023
আইএফএস অফিসার সুশান্ত নন্দা কুকুরের এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। তিনি ক্যাপশন লিখেছেন, ‘এমনকি একটি কুকুরও তার রাস্তায় সিংহ।’ ভিডিয়োটি গুজরাটের গির সোমনাথ সংলগ্ন একটি গ্রামের। যেখানে ভুলবশত একটি সিংহ গ্রামে প্রবেশ করে এবং কিছুক্ষণ পরে কুকুরগুলিকে তার পিছনে দৌড়াতে দেখা যায়। 24 সেকেন্ডের এই ক্লিপটি ক্রমশ ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত 9 হাজার ভিউ এসেছে আর লাইক ও কমেন্টের ঝড় উঠেছে। মজের ছলে কমেন্টে এক ব্যবহারকারী লিখেছেন, ‘সিংহটি এত অপমানিত হয়েছে যে, সে আর এই এলাকায় দ্বিতীয়বার আসবে না।’