Viral Video: সমুদ্রের ধারে বৌমার সুন্দর ছবি তুলে দিতে শ্বশুর-শাশুড়ির কঠিন কসরত

Viral Video Today: এদেশে এখনও যেখানে প্রতি দিন অগুনতি সিরিয়ালের মূল থিম শাশুড়ি-বউমার ঝামেলা, সিরিয়ালের সেই থিম যেখানে বাস্তবেও বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে ঢুকে পড়েছে, সেখানে এরকম একটা ভিডিয়ো বহু ইনস্টা ব্যবহারকারীকে নাড়িয়ে দিয়েছে।

Viral Video: সমুদ্রের ধারে বৌমার সুন্দর ছবি তুলে দিতে শ্বশুর-শাশুড়ির কঠিন কসরত
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2023 | 1:55 PM

Latest Viral Video: বরের সঙ্গে ছবি তুলবেন এক মহিলা। সমুদ্রের ধার, চড়া রোদ। কীরকম পোজ়ে দাঁড়ালে ভাল ছবি উঠবে, সালোয়ারের ওড়নাটা কেমন ভাবে মেলে ধরলে ইনস্টা রিলস বা ছবিটা কেমন আসবে! মশাই, এসব তো আর বাইরের লোক ঠিক করে দিতে পারে না। বাইরের লোক জাস্ট একটা ক্লিক করে দিতে পারে। অগত্যা হাল ধরলেন মহিলার শ্বশুর ও শাশুড়ি (In Laws)। পুরো প্ল্যানটা ছকে দিলেন তাঁরা। তারপরে ধরলেন ফোনটা। বউমার (Daughter In Law) খুশিতে এভাবে শ্বশুরবাড়ির লোকজনের ঝাঁপিয়ে পড়ার বিষয়টা নেটিজ়েনদের মন জিতে নিয়েছে। ভিডিয়োটি শেয়ার করেছেন জনপ্রিয় মরাঠি অভিনেতা ভূষণ প্রধান (Bhushan Pradan)। মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। এদেশে এখনও যেখানে প্রতি দিন অগুনতি সিরিয়ালের মূল থিম শাশুড়ি-বউমার ঝামেলা, সিরিয়ালের সেই থিম যেখানে বাস্তবেও বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে ঢুকে পড়েছে, সেখানে এরকম একটা ভিডিয়ো বহু ইনস্টা ব্যবহারকারীকে নাড়িয়ে দিয়েছে।

অভিনেতা ভূষণ প্রধানের শেয়ার করা সেই ইনস্টা রিলে দেখা গিয়েছে, সি-বিচে এক দম্পতি দাঁড়িয়ে ছবির জন্য পোজ় দেওয়ার চেষ্টা করছেন। অনতিদূরেই মহিলার শ্বশুর এবং শাশুড়িও দাঁড়িয়ে রয়েছেন ছবিটি তোলার জন্য। শ্বশুরের হাতে ফোন, আর শাশুড়ি চেষ্টা করছেন ছবিটা যেন পারফেক্ট হয়, পোজ়টা যেন নিখুঁত হয়। তখন দেখা যায়, মহিলার শাশুড়ি তাঁর সালোয়ারের ওড়নাটা মেলে ধরছেন, যাতে ছবিটি আরও ভাল দেখায়। দম্পতি অবশেষে একে অপরের হাত ধরে পোজ় দেয় এবং ওড়না প্রসারিত করার ফলেই ছবিটির পাশাপাশি ভিডিয়োটিও যেন আরও রোম্যান্টিক হয়ে ওঠে।

বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ভিডিয়োর কমেন্ট সেকশনে অনেকেই মহিলার শ্বশুরবাড়ির লোকজনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। একজন লিখেছেন, “এমন দৃশ্য সত্যিই দেখতে পাওয়া যায় না।” আর একজন জুড়েছেন, “ক্লাউড নাইনে থাকেন বাড়ির সেই সব বউমারা, যাঁরা এমন শ্বশুর-শাশুড়ি পান।” তৃতীয়জন যোগ করলেন, “ওঁরা এমনিতেই সুন্দর। ভাল ছবিই আসত ওদের। তবে মহিলার শাশুড়ি আর শ্বশুর যা করলেন, তাতে তিনি খুশিতে ছবিতে আরও ভাল লুক দিতে পারবেন।”