Optical Illusion: বেডরুমে একটা মুকুটও রয়েছে, খুঁজে বের করতে পারবেন?
Optical Illusion Quiz: এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি বেডরুম দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা সেই বেডরুমের আশেপাশেই রয়েছে প্রত্যেকটা আইটেম। বই, টিভি, ছবি, ঘড়ি, সবই খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানেই একটি মুকুটও রয়েছে। আপনার চোখের সামনেই রয়েছে মুকুটটা। এমনই ভাবে তা রয়েছে যে, আপনার নজরে আসছে না। কোথায় বলুন তো সেই মুকুট?
Latest Optical Illusion: শৈশবে আমরা প্রায় সবাই ধাঁধার সমাধান করেছি। বিভিন্ন পত্রিকা থেকেও ধাঁধার সমাধান করেছি আমরা। এমনকি, আজও আজও আমাদের মধ্যে অনেকেই সংবাদপত্র খুলে শব্দছক বা সুডোকুর মতো পাজ়ল গেম খেলে থাকি। অবসর সময়ে আমাদের মধ্যে অনেকেরই বিনোদনের অন্যতম উৎস হল এটি। তবে জমানা যখন ডিজিটালের। সবকিছুরই যখন ডিজিটাল অবতার এসেছে, ধাঁধাও এখন তার ডিজিটাল রূপ নিয়ে হাজির।
সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশন নামের একটি ধাঁধা নিয়ে আট থেকে আশি প্রায় সকলেই মশগুল। এটি এক ধরনের ছবি। এই ছবির মধ্যে এমনই কিছু লুকিয়ে থাকে, যা আপাত দৃষ্টিতে আপনার খুঁজে পাওয়া সম্ভব নয়। আপনার চোখের সঙ্গে একপ্রকারের খেলা খেলে ছবিগুলি। আপনি দেখবেন এক, ভাববেন আর এক, শেষ পর্যন্ত সেই ছবি থেকে বেরোবে অন্য কিছু। একথা অস্বীকার করার উপায় নেই যে, এই ছবি আপনার দৃষ্টিশক্তিরও পরীক্ষা নেবে, আবার আপনার বুদ্ধিমত্তাও পরখ করবে।
প্রতিদিনই আমরা আপনাদের জন্য এরকম চ্যালেঞ্জ নিয়ে হাজির হই। আবারও ঠিক সেরকমই একটা ছবি নিয়ে এসেছি আমরা। এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি বেডরুম দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা সেই বেডরুমের আশেপাশেই রয়েছে প্রত্যেকটা আইটেম। বই, টিভি, ছবি, ঘড়ি, সবই খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানেই একটি মুকুটও রয়েছে। আপনার চোখের সামনেই রয়েছে মুকুটটা। এমনই ভাবে তা রয়েছে যে, আপনার নজরে আসছে না। কোথায় বলুন তো সেই মুকুট?
আপনি যদি মুকুট খুঁজে পেয়ে থাকেন, তাহলে আপনি খুব স্মার্ট। তবে, যারা এখনও বিভ্রান্ত তাদের হতাশ হওয়ার দরকার নেই। আপনি পরবর্তী চ্যালেঞ্জে নিজেকে পরীক্ষা করতে পারেন। আজকের উত্তর জানতে নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।