Optical Illusion: সবুজে ঘেরা মাঠে হরিণটাকে খুঁজে পাচ্ছে না কেউ! মস্তিষ্ককে শাণিত করার এই চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করবেন?
Optical Illusion Today: একটা মনমুগ্ধকর অপটিক্যাল ইলিউশন আপনাদের জন্য হাজির হয়েছে। ছবিতে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি আর তার মাঝে তিনটে ঘর। সেখানেই লুকিয়ে রয়েছে একটি হরিণ। সেই প্রাণীটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। চেষ্টা করে দেখুন তো একবার।
Latest Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর রমরমা। ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে ফেসবুক বা টুইটার খুললেই গুচ্ছের ভিডিয়ো। আর সেগুলোর প্রায় প্রত্যেকটাই ব্যাপক ভাইরাল। কিন্তু তার মাঝেই আবার কিছু এমন ছবি রয়েছে, যেগুলি আমাদের নজর কেড়ে নেয়। সেগুলোর মধ্যেই অন্যতম হল অপটিক্যাল ইলিউশন। এই ধরনের ছবির ধাঁধাগুলি যত না ছবি, তার থেকেও অনেক বেশি বুদ্ধি খাটানোর অন্যতম অস্ত্র। আট থেকে আশি যেই হোক না কেন, একটা অপটিক্যাল ইলিউশনের ছবি পেলে চোখের পাতা নড়ে না তাঁদের। সেরকমই একটা মনমুগ্ধকর অপটিক্যাল ইলিউশন আপনাদের জন্য হাজির হয়েছে। ছবিতে রয়েছে বিস্তীর্ণ তৃণভূমি আর তার মাঝে তিনটে ঘর। সেখানেই লুকিয়ে রয়েছে একটি হরিণ। সেই প্রাণীটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। চেষ্টা করে দেখুন তো একবার।
অপটিক্যাল ইলিউশন সাধারণত সহজ হয়। কিন্তু সেখানে এমনই কিছু থাকে, যার জন্য আপনাকে মাথা খাটাতে হয়। এই ধরনের ধাঁধার আপনি যতই সমাধান করবেন, ততই শাণিত হবে আপনার মন ও মস্তিষ্ক। তার ফলে আপনার স্মৃতিশক্তি যেমন বাড়বে, তেমনই আবার যুক্তির উপরে আপনার দখলও বাড়বে। অনুশীলনটা জারি রাখতে আজ এই হরিণটাকেই না হয় খুঁজে বের করুন।
প্রথম দেখায় এই ছবিতে আপনি খালি মাঠ আর তিনটি বাড়ি ছাড়া আর কিসসু দেখতে পাবেন না। সেই মাঠে লম্বা-লম্বা ঘাস গজিয়েছে। দূরে কিছু গাছপালাও দেখা যাচ্ছে। সেখানেই লুকিয়ে রয়েছে একটা হরিণ। আর সেই প্রাণীটিকে খুঁজে বের করার জন্য আপনার কাছে রয়েছে মাত্র 13 সেকেন্ড। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন?
অনেকেই এই ছবি থেকে হরিণটিকে খুঁজে পাননি। তাঁদের জন্য আমরা এবার একটা ক্লু দিতে চলেছি। হরিণটা একটু দূরেই রয়েছে। আর সেই প্রাণীটা দূরে রয়েছে বলে তাকে আকারে বেশ খানিকটা ছোট দেখাচ্ছে। এবার খুঁজে পেলেন? নাকি এখনও পারলেন না? এখনও যদি আপনি হরিণটিকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটি একবার দেখে নিন।