Optical Illusion: পাহাড়ে আরাম করতে এল এক চিতা, ছবি উঠে গেল, খুঁজেই পেলেন না ফটোগ্রাফার, আপনি দেখতে পেলেন?

Leopard Sitting In This Picture: একটা চিতাকে দেখা গেল পাহাড়ে আরাম করতে। কিন্তু সেই চিতাকে কেউই খুঁজে পাচ্ছেন না। এমনকি যে ফটোগ্রাফার ওই ছবিটা তুলেছেন, তিনিও খুঁজে পাননি। আপনি পেলেন কি না, একবার খুঁজে দেখুন তো।

Optical Illusion: পাহাড়ে আরাম করতে এল এক চিতা, ছবি উঠে গেল, খুঁজেই পেলেন না ফটোগ্রাফার, আপনি দেখতে পেলেন?
খুব ভাল করে ছবিটা দেখুন। নিশ্চয়ই খুঁজে পাবেন।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 5:36 PM

ইন্টারনেটে আজকাল অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলো খুবই ভাইরাল হচ্ছে। এমন ছবির ধাঁধাগুলি একদিকে যেমন কিছু না কিছু লুকিয়ে রাখছে, তেমনই আবার মানুষের ব্যক্তিত্বের একটা বিশেষ দিক তুলে ধরছে। স্বাভাবিক ভাবেই সেই ছবি একবার দেখার পর তার সমাধান না করা পর্যন্ত কারও ঘুম আসতে চাইবে না। বিগত কয়েক দিন ধরে আমরা ঈগল, পেঁচা লুকিয়ে থাকার মতো অপ্টিক্যাল ইলিউশনের ছবি দেখেছি। আর এবার তেমনই একটা ছবি খুব ভাইরাল (Viral) হয়েছে। সেই ছবিতে লুকিয়ে রয়েছে একটি চিতা। আপনাকে সেই চিতাটিকেই খুঁজে বের করতে হবে।

ছবিটা খুবই সাদামাটা। জাস্ট একটা পাহাড়ের ছবি। পাহাড়ের একবারে উঁচু অংশটা। কিন্তু সেই পাহাড় রুক্ষ্ম, গাছগাছালি সবই শুকিয়ে গিয়েছে। ইতিউতি পাথরও দেখা গিয়েছে ছবিতে। দোআঁশলা বা এঁটেল মাটির রং যেরকম হয়, ঠিক সেরকমই হয়ে গিয়েছে সেই পাহাড়ের এলাকাটার ছবি। বলা ভাল, পাহাড়ের রংটা এমন হয়ে গিয়েছে, যেখানে একটা চিতা বসে থাকলে সত্যিই তাকে খুঁজে পাওয়া দুষ্কর।

এই অপ্টিক্যাল ইলিউশনের ছবিটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। তার কারণটা হল ওই চিতা লুকিয়ে রয়েছে আপনার চোখের সামনেই। কিন্তু পাহাড়ের রং আর চিতার রং এমন ভাবেই মিশে গিয়েছে যে, কেই প্রাণীটিকে খুঁজে পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় যেখানে ছবিটি শেয়ার করা হয়েছে, তার ক্যাপশনে লেখা হয়েছে, “এই ছবিতে একটা চিতা লুকিয়ে রয়েছে। তাকে খুঁজে পেলে আপনি একজন জিনিয়াস।”

এই ছবিটার পিছনে রয়েছে একটা বড় ইতিহাস। আসলে যে ফটোগ্রাফার ওই ছবিটা তুলেছিলেন, তিনিও জানতেন না যে সেখানে একটা চিতা রয়েছে। ৩৪ বছর বয়সী অভিনব গর্গ এই ছবিটা তুলেছেন। জয়পুরে আরাবল্লী পর্বতের কাছে ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা করে এই দুর্লভ ছবিটি তাঁর ক্যামেরায় ধরা পড়েছে।

আপনি যদি এখনও ওই চিতাবাঘটিকে খুঁজে না পান, তাহলে নীচে দেখে নিন।

Leopard Hidden

এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন চিতাটিকে।