Optical Illusion: জেব্রাদের ভিড়ে কোণঠাসা একটি বাঘ, তাকে খুঁজে বের করার চ্যালেঞ্জটা কি আপনি নেবেন?
Viral Optical Illusion: বিপুল সংখ্যক এই জেব্রাদের ভিড়ে রয়েছে একটি বাঘ। সেই বাঘটিকেই আপনাকে খুঁজে বের করতে হবে। একবার চেষ্টা করে দেখুনই না।
Optical Illusion: সোশ্যাল মিডিয়ায় একাধিক অপটিক্যাল ইলিউশন সম্পর্কিত ছবি শেয়ার করা হয়। এই ছবিগুলির বিশেষ বিষয় হল, তাদের মধ্যে কিছু গোপনীয়তা লুকিয়ে থাকে। আর দর্শকদের সেই লুক্কায়িত রহস্যের সন্ধানে কঠোর পরিশ্রম করতে হয়। তাতেও যে সাফল্য আসে, এমনটা নয়। টিভি 9 বাংলা তার পাঠকদের জন্য নিয়মিত এমনই নানাবিধ দৃষ্টিভ্রম সংক্রান্ত ছবি নিয়ে আসে, যেগুলির পাঠকের দৃষ্টিশক্তির পাশাপাশি, তাঁর মন, ক্ষুরধার বুদ্ধি এবং ব্যক্তিত্বেরও পরীক্ষা করে। সেই ছবিগুলি এতটাই দর্শকদের নিমজ্জিত করে রাখে যে, তার সমাধান না করা পর্যন্ত হাল ছাড়া যায় না।
আমরা আবারও একটি অপ্টিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা সমাধান করতে পারলে আপনি খুবই খুশি হবেন। এই ছবির যে প্রান্তেই আপনার নজর যাবে, সেই প্রান্তেই আপনি দেখতে পাবেন জেব্রাদের। কিন্তু আপনার চ্যালেঞ্জটি অন্য জায়গায়। এত জেব্রাদের ভিড়েও আপনাকে খুঁজে বের করতে হবে একটি বাঘকে। জেব্রাদের ভিড়ে সে যেন কোণঠাসা হয়ে পড়েছে, কারও নজরেও ধরা দিচ্ছে না সে।
পেলেন খুঁজে? জেব্রাদের ভিড়ে হারিয়ে যাওয়া বাঘটি কি আপনার নজরে এল? যদি না আসে, তাহলে চিন্তার কোনও কারণ নেই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা ঘটে থাকে। আর বেশিরভাগ মানুষই সঠিক উত্তরটি দিতে গিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়ান। একটু ধৈর্য্য ধরে আপনি যদি ছবিটার দিকে তাকান, তাহলে কিছুক্ষণ পরেই ঝোঁপের আড়াল থেকে একটি বাঘ দেখতে পাবেন।
আমাদের এই হিন্টগুলি ছাড়াই যদি আপনি জেব্রাদের ভিড়ে হারিয়ে যাওয়া বাঘটিকে খুঁজে পান, তাহলে আপনার দৃষ্টিশক্তির প্রশংসা না করে আর উপায় নেই। আর যদি না খুঁজে পান, তাহলে উপরের ছবিটা নিশ্চয়ই আপনার যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছে। টিভি 9 বাংলা আবার একটি নতুন অপ্টিক্যাল ইলিউশনের ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ দেখতে থাকুন বিভিন্ন ভাইরাল ভিডিয়ো ও সব খবর।