আচমকাই চলতে শুরু করল দাঁড়িয়ে থাকা বাইক! আশেপাশে কোথাও নেই চালক

টুইটারে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এই ভিডিয়ো নিয়ে।

আচমকাই চলতে শুরু করল দাঁড়িয়ে থাকা বাইক! আশেপাশে কোথাও নেই চালক
বেশিরভাগ মানুষই ভয় পেয়েছেন এই ভিডিয়ো দেখে।
Follow Us:
| Updated on: Feb 03, 2021 | 4:25 PM

এ যেন ঠিক ভুতুড়ে কাণ্ড। দাঁড়িয়ে থাকা বাইক আপনাআপনিই চলতে শুরু করেছে। সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো ফুটেজ। অম্বর জাইদি নামের জনৈক ব্যক্তি এই ভিডিয়ো পোস্ট করেছেন টুইটারে। ৩০ সেকেন্ডের ওই ভিডিয়ো দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। কীভাবে ওই দাঁড়িয়ে থাকা বাইকটি চলতে শুরু করল তার কোনও ব্যাখ্যাই পাচ্ছেন না কেউ।

জানা গিয়েছে, এই ভিডিয়ো গুজরাতে তোলা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, অন্ধকার রাস্তার পাশে দুটি বাইক দাঁড় করানো রয়েছে। হঠাৎই চলতে শুরু করে একটি বাইক। সামান্য এগিয়ে বাঁক নিতে গিয়ে পড়ে যায় বাইকটি। কীভাবে এমন অদ্ভুতুড়ে কাণ্ড ঘটল তা ভেবেই হয়রান হয়েছেন নেটাগরিকরা। কারণ ভিডিয়োতে বাইকের আশেপাশে কিংবা রাস্তার কোথাওই কাউকে দেখা যায়নি। অম্বর জাইদি নামের ওই ব্যক্তি টুইটে ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, “ক্যামেরায় ধরা পড়েছে। নাহলে কেউ বিশ্বাস করত না।”

টুইটারে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এই ভিডিয়ো নিয়ে। অনেকে বলেছেন, এ বোধহয় ভুতের কারসাজি। তবে অনেকেই বলেছেন, এর পিছনে নির্ঘাত কোনও কারসাজি রয়েছে। কারও কোনও খারাপ অভিসন্ধিও থাকতে পারে। যদিও আসলে ঠিক কী ঘটেছে তা কেউ জানতে পারেননি। তবে বেশিরভাগ মানুষই ভয় পেয়েছেন এই ভিডিয়ো দেখে।